যুগবাণী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:১১, ১৯ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯৫৫ সালে প্রথমে আনিস আহমেদ এবং পরে চিত্তরঞ্জন সুতার-এর স..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৫৫ সালে প্রথমে আনিস আহমেদ এবং পরে চিত্তরঞ্জন সুতার-এর স¤পাদনায় যুগবাণী মুদ্রণালয় থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক ‘যুগবাণী’। পত্রিকাটি কিছুটা বামপন্থী চিন্তাধারার সমর্থক ছিল। ট্যাবলয়েড আকারে চার পৃষ্ঠা নিউজপ্রিন্টে ছাপা এ পত্রিকাটির মূল্য ছিল দু’আনা। ‘যুগবাণী’তে তৎকালীন সময়ে যারা নিয়মিত লিখতেন তাদের মধ্যে মোঃ আলী আশরাফ, মিহিরলাল দত্ত, নিখিল সেন, প্রাণকুমার সেন, এ. বি. এম. আশরাফ আলীখান চৌধুরী, বিমল সেন, অধ্যাপক রফিকুল ইসলাম, খেপুপাড়ার মোশাররফ হোসেন বিশ্বাস, গলাচিপার আবদুল করিম, পটুয়াখালীর কবি মেহাম্মদ আবদুল খালেক, বি. এম. কলেজের প্রাক্তন ভি.পি. গোলাম কিবরিয়া, মুহম্মদ ইউসুফ কালু, অমিয় কুমার দাশগুপ্ত (মহারাজ), রাম চট্টোপাধ্যায়, পটুয়াখালীর স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ দত্ত, আজাদ সুলতান, মঞ্জুশ্রী সেনগুপ্তা, গীতা সেনগুপ্তা, দীপা সেনগুপ্তা, যতীন্দ্রমÐল, অন্নদাশংকর রায় প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পত্রিকাটি কালিবাড়ী রোডের যুগবাণী মুদ্রণ থেকে প্রকাশিত হতো।

পত্রিকাটির সহকারী স¤পাদক ছিলেন মিহির দত্ত ও যতীন্দ্র মÐল। শেষের পাতার চার কলামে দু’কলামে একপাশে থাকত পবিত্র কোরান শরীফের বঙ্গানুবাদ এবং অপর পাশে দু’কলামে থাকত উপনিষদের বঙ্গানুবাদ। পত্রিকাটি বরিশাল থেকে প্রকাশিত হবার আগে কিছুকাল ঢাকাতেও প্রকাশিত হয়েছিল বলে পত্রিকার সহকারী স¤পাদক মিহির দত্ত জানিয়েছেন।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।