যতীন্দ্রনাথ রায় (ওরফে ফেগু রায়)

Barisalpedia থেকে

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। জন্ম ১৮৮৯। মৃত্যু ১৭ নভেম্বর ১৯৭২। জন্মস্থান ঝালকাঠির জেলার নলছিটি থানার কুশঙ্গল গ্রাম। পিতা পার্বতীচরণ রায়।

ছাত্রাবস্থায় যতীন্দ্রনাথ রায় ১৯০৬ খৃস্টাব্দে বরিশাল অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার সভ্য হিসাবে বিপ্লবী কাজে আত্মনিয়োগ করেন। তাঁর প্রকৃত নাম ছিল দেবেন্দ্রনাথ গুপ্ত। বিপ্লবী সংগঠন গড়ে তুলতে সেখানকার স্থানীয় সার্ভে স্কুলে ভর্তি হন। সমিতির কাজের প্রয়োজনে কিছুদিন কলকাতার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর ছাত্র হিসাবে কাটিয়েছেন। ১৯১০ খৃস্টাব্দে ঢাকা ষড়যন্ত্র মামলায় বিপ্লবী নেতা পুলিন দাস গ্রেপ্তার হলে তিনি সমিতির প্রধান কেন্দ্র ঢাকায় প্রেরিত হন। বরিশাল ষড়যন্ত্র মামলায়, বীরাঙ্গল, লঙ্গলবাঁধ প্রভৃতি ডাকাতি মামলায় অভিযুক্ত হয়ে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়। শেষবার ১৯৪০-৪৬ খৃস্টাব্দে পর্যন্ত কারারুদ্ধ থাকেন। দেশ স্বাধীন হবার পর তিনি রাজনীতি থেকে অবসরগ্রহণ করে শান্ত জীবন যাপন করেন। তাঁর রচিত ‘আত্মজীবনী’ অপ্রকাশিত।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।