মোহাম্মদ হায়াত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০০, ২৯ অক্টোবর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("কড়াপুরের মোহাম্মদ হায়াত ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিদ্র..." দিয়ে পাতা তৈরি)

কড়াপুরের মোহাম্মদ হায়াত ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের প্রথম যুগের বিশিষ্ট একজন। কড়াপুরের মোহাম্মদ হায়াত ও নিয়ামতির আইন উদ্দিন সিকদার ইস্ট কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ঢাকার নায়েব নাজিব ও কোম্পানির সিপাহীরা ১৭৮৫ খৃৃস্টাব্দে আইনউদ্দিন সিকদারের বাড়ি আক্রমণ করে তাকে ধরে নিয়ে যায় এবং বিষখালী নদীর মধ্যে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা মোহাম্মদ হায়াতকে গ্রেফতার করে কারাদণ্ড দেয়া হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।