মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ

Barisalpedia থেকে

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দৌলত খান থানার হাজীপুর গ্রামে ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর জ¥গ্রহণ করেন। তার পিতা হাবিবুর রহমান সেনাবাহিনীর হাবিলদার ছিলেন। মোস্তফা কামাল স্কুলে মাত্র পঞ্চম শ্রেণী পর্র্যন পড়েছেন। তিনি ১৯৬৭ সারের ১৪ ডিসেম্বর পাকিকস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৮ সালে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি নিয়োগ লাভ করেন। ২৭ মার্চ চতুর্থ বেঙ্গল বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে যোগ দেয়। একই সাথে মোস্তফা কামাল ব্রাক্ষণবাড়িয়া ও আখাউড়ায় পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। ১৯৭১ সালের ১৮ এপ্রিল আখাউড়ার দরুইলে চতুর্থ বেঙ্গল পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এ সময় পাকবাহিনী মুক্তিবাহিনীকে ঘিরে ফেলে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোস্তফা কামাল তার কোম্পানিকে পশ্চাৎ অপসারণের সুযোগ করে দেয়। মৃত্যু নিশ্চিত জেনেও তিনি শত্রু সেনাদের এলএমজি দিয়ে গুলিবর্ষণ করে প্রতিহত করেন। এমনি সময় শত্রুর গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে রেল লাইনের পাশে দাফন করা হয়। স্বাধীন বাংলাদেশ সরকার বীরত্বের জন্য শহীদ মোস্তফা কামালকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।