মোফাজ্জল হক, এডভোকেট

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩৮, ২১ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("মোফাজ্জল হক ১৯০৪ খৃৃস্টাব্দে ভোলার দৌলত খাঁ উপজেলার নেয..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মোফাজ্জল হক ১৯০৪ খৃৃস্টাব্দে ভোলার দৌলত খাঁ উপজেলার নেয়ামতপুরে জন্মগ্রহণ করেন। তিনি মেধাবী ছাত্র ছিলেন। তিনি বিএম কলেজ থেকে আইএ পাস করে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এ কলেজ থেকে তিনি বিএ, এমএ পাস করেন। তিনি ১৯২৫ খৃৃস্টাব্দে বরিশাল বারে আইন ব্যবসা শুরু করেন। তিনি পাকিস্তান আন্দোলনে যোগ দেন। ১৯৪৪ খৃৃস্টাব্দে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি প্রথম মুসলমান চেয়ারম্যান। তিনি একজন সৎ, মানবদরদী ও দেশপ্রেমিক ছিলেন। তিনি বরিশাল বারের প্রথম মুসলিম সভাপতি। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ১৯৬৬ খ্রিস্টাব্দের ২২ ফেব্রæয়ারি তিনি মৃত্যুবরণ করেন।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।