মোতাহার হোসেন, সৈয়দ নবাবজাদা

Barisalpedia থেকে

ব্যারিস্টার নবাবজাদা সৈয়দ মোতাহার হোসেন সায়েস্তাবাদে জন্ম গ্রহণ করেন। তার পিতা নবাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। তিনি বরিশালের দ্বিতীয় ব্যারিষ্টার। তিনি কংগ্রেস ও স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। ১৯০৪ সনে তিনি লর্ড কার্জনের সাথে বঙ্গভঙ্গ সম্পর্কে এক বৈঠকে মিলিত হন এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠের বঙ্গভঙ্গ দাবির বিপক্ষে কথা বলেন। তিনি অশ্বিনী কুমার দত্তের সঙ্গে বঙ্গভঙ্গ রদ আন্দোলনে অংশ নেন। ১৯১২ সনে জানুয়ারী মাসে তিনি অকালে প্রাণ ত্যাগ করেন। ২০১৫।


তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা, ১৯৯০।