মোতাহার উদ্দিন আহমেদ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৩৭, ২৮ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("রাজনীতিবিদ। মোতাহার উদ্দিন ১৯৩২ সালের ১ জানুয়ারি লালমো..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

রাজনীতিবিদ। মোতাহার উদ্দিন ১৯৩২ সালের ১ জানুয়ারি লালমোহন থানার পশ্চিম চরউমেদ গজারিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী সুলতান আহমদ। তিনি ১৯৫১ সালে ভোলা সরকারি স্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাস করেন। তিনি বরিশাল বিএম কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। তিনি গজারিয়া স্কুলের হেডমাস্টার ছিলেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে এমপিএ ও ১৯৭৩ সালে এমপি নির্বাচিত হন। তিনি অত্যন্ত জনপ্রিয় সমাজসেবক ছিলেন। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি আততায়ীরা তাঁকে হত্যা করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।