মেহেন্দীগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৫৫, ২৬ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("মেহেন্দীগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. শফিকুল মান..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মেহেন্দীগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. শফিকুল মান্নান, অধ্যাপক অর্থনীতি; পাতারহাট কলেজ। ২. খন্দকার আবদুল মালেক, মেহেন্দীগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি। ৩. সার্জেন্ট আওয়াল হোসেন। ৪. মোহাম্মদ মাহে আলম চৌধুরী, বিমানবাহিনী, পিতা আবদুল হক চৌধুরী, উলানিয়া; ১৯ ডিসেম্বর চট্টগ্রামে রাউজানে যুদ্ধে শহীদ; সাধনপুরে কবর দেয়া হয়। ৫. ইপিআর আবদুল আজিজ, রুকুন্দী; কুমিল্লার খাদিমনগরে যুদ্ধে শহীদ। ৬. রাজ্জাক বেপারী, রুকুন্দী। ৭. হারানচন্দ্র মৃধা, রুকুন্দী। ৮. রাধিকা দাস, রুকুন্দী। ৯. শ্রীমতি ধুপী, রুকুন্দী। ১০. ইপিআর কাওসার আহম্মদ, চানপুর। ১১. সুশীল রঞ্জন মল্লিক, কাশিপুর। ১২. সারদাকান্ত বিশ্বাস, পাতারহাট। ১৩. হরকুমার কবিরাজ, পাতারহাট। ১৪. গোলামনবী জমাদ্দার, ছনারচর। ১৫. আমজেদ আলী, ছনারচর। ১৫. মিলনচন্দ্র সমদ্দার, সোনামুনি। ১৬. কৃষ্ণদাসী, রুকুন্দি। ১৭. ইসহাক প্যাদা, তালতলী যুদ্ধে নিহত। ১৮. খন্দকার আমিন হোসেন, পূর্ব ঘাটৎ। ১৯. আবদুল শুকুর, কালিকাপুর। ২০. হাজী হাসেম আলী হাওলাদার, কালিকাপুর। ২১. সিরাজুল হক হাওলাদার, কালিকাপুর। ২২. ওমর আলী, কালিকাপুর। ২৩. আবু বকর, কালিকাপুর। ২৪. সিদ্দিক হাওলাদার, কালিকাপুর। ২৫. আবদুল মালেক কালীগঞ্জ, কালিকাপুর। ২৬. এ কে এম আকতার হোসেন, হানি। ২৭. দলিলউদ্দীন ফকির, ভাষানচর; যশোর সীমান্তে যুদ্ধে শহীদ। ২৮. খোরশেদ আলী, অম্বিকাপুর। ২৯. সেকান্দার আলী মাঝি, লক্ষ্মীপুর; পাতারহাট যুদ্ধে নিহত। ৩০. মারুফ চৌধুরী, উলানিয়া; কোরআন পাঠরত অবস্থায় ২৪ নভেম্বর বাড়িতে নিহত। ৩১. সিগনালম্যান খোরশেদ আলম চৌধুরী, উলানিয়া; পশ্চিম পাকিস্তান হতে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয় এবং ময়মনসিংহ সেক্টরে শহীদ। ৩২. হরি নারায়ণ দেবনাথ, মাছুয়া। ৩৩. রাইচরণ দেবনাথ, মাছুয়া। ৩৪. আবদুল ছোবহান হাওলাদার, আমলী সন্তোষপুর। ৩৫. সুলতান জমাদ্দর, দাদপুর। ৩৬. আবদুল খালেক, লতা। ৩৭. নয়ন খাঁ, ভাষানচর। ৩৮. শামসুল আলম, ভাষানচর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।