মেহেন্দিগঞ্জ উপজেলা

Barisalpedia থেকে

১৮৭০-৭১ সালের প্রতিবেদনে বাখরগঞ্জ সদর মহকুমায় যে ৫টি থানার নাম পাওয়া যায় তার একটি মেহেন্দিগঞ্জ। ১৪/৪/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।। এই উপজেলার বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনার একটি সংক্ষিপ্ত তালিকা নি¤œরূপ। উল্লেখ্য, নি¤œলিখিত প্রত্যেক ব্যক্তি, ঐতিহাসিক নিদর্শন ও ঘটনা নিয়ে অত্র বরিশালপিডিয়ায় একটি করে স্বতন্ত্র নিবন্ধ রয়েছে।

মেহেন্দিগঞ্জ পৌরসভা অঞ্চলের বিখ্যাত ব্যক্তিগণ

১. সুজয়া গুহ (৩০ জানুয়ারি ১৯৩৮ - ২৬ আগস্ট ১৯৭০), বাঙালি নারীদের মধ্যে বিশিষ্ট পর্বতারোহী এবং মাউনটেনিয়ারিং এ্যাসোসিয়েশনের সংগঠক।

আলিমাবাদ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. কবির কাসেম (জন্ম ১৯৫৩ - ২২ জানুয়ারি ১৯৯২), একজন ত্যাগী কৃষক নেতা ও মুক্তিযোদ্ধা; গ্রাম: শ্রীপুর। ২. রূপিয়া খা (ষোড়শ শতক), রাজা কন্দর্প নারায়ণের অস্ত্রশালার একজন প্রকৌশলী; গ্রাম: শ্রীপুর।।

ভাসানচর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. মুহাম্মদ হোসেন চৌধুরী (১৮৯৩ - ১৯৮০ সনের ২৭শে মার্চ), প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন সভার সদস্য; গ্রাম: ভাসানচর।


চাঁদপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আশু আকন্দ (উনবিংশ শতক), ইংরেজ তথা তাদের তাবেদার জমিদার বিরোধী কৃষক বিদ্রোহে সারাবাংলার কিংবদন্তিতুল্য নাম; গ্রাম: চাঁদপুর।


মেহেন্দিগঞ্জ ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আয়েন আলী শিকদার (উনবিংশ শতক), ড. সৈকত আসগরের তথ্যমতে আয়েন আলী শিকদার বরিশাল জেলার প্রথম বাংলা গদ্যের লেখক (গ্রন্থের নাম: বিধবা বিলাস); গ্রাম: রুকুন্দি।


উলানিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ

১. আবদুল লতিফ চৌধুরী (১৮৮২ - ২৬ এপ্রিল ১৯৭৩) উলানিয়ার জমিদার বংশের সর্বশেষ জমিদার; স্বনামধন্য সমাজসেবক ও সরকারি কর্মকর্তা; গ্রাম: উলানিয়া। ২. খোরশেদ আলম চৌধুরী (১৮৯২ - ১৫ মার্চ ১৯৮৫), বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য; গ্রাম: উলানিয়া। ৩. ফজলাল করিম চৌধুরী (১৮৯২ - ৫ জানুয়ারি ১৯৬৩ সাল), ২বার বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য; গ্রাম: উলানিয়া। ৪. ওয়াহেদ রাজা চৌধুরী (?? - ১৯৩৮), হাজী; জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি; আবদুল গাফফার চৌধুরীর পিতা; গ্রাম: উলানিয়া। ৫. মোহাম্মদ আরিফ চেীধুরী (আনুমানিক ১৯০১ - ১৪ অক্টোবর ১৯৬৫), ওরফে ধনু মিয়া; রাজনীতিবিদ; পাকিস্তান আন্দোলন এবং আওয়ামী লীগের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী; গ্রাম: উলানিয়া। ৬. এডভোকেট আমিনুল হক চৌধুরী (?? - ১০ মার্চ ১৯৮৯), রাজনীতিক; উলানিয়ার জমিদার পরিবারের সর্বশেষ জমিদার; ১৯৭৫ সালে তিনি বরিশাল জেলার গভর্নর; গ্রাম: উলানিয়া। ৭. আবদুর রহমান চৌধুরী (২৫ নভেম্বর ১৯২৬ - ১১ জানুয়ারি ১৯৯৪), সুপ্রিম কোর্টের বিচারপতি; গ্রাম: উলানিয়া। ৮. ফজলুর রহিম চৌধুরী (বিংশ শতকের প্রথম ভাগ); লেখক; গ্রাম: উলানিয়া। ৯. মোহাম্মদ কাসেম (১৯১৬ - ২০০১), লেখক ও সাংবাদিক; গ্রাম: নয়াখালী।


মেহেন্দিগঞ্জ উপজেলার পুরাকীর্তি

১. উলানিয়া চৌধুরীবাড়ি। ২. সংগ্রাম কেল্লা, গোবিন্দপুর (বাংলাদেশে মোগলদের সবচেয়ে বড় নৌঘাটি)


মেহেন্দিগঞ্জ উপজেলার পরিবার

১. উলানিয়া চৌধুরী পরিবার

মেহেন্দীগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ ১. শফিকুল মান্নান, অধ্যাপক অর্থনীতি; পাতারহাট কলেজ। ২. খন্দকার আবদুল মালেক, মেহেন্দীগঞ্জ থানা ছাত্রলীগ সভাপতি। ৩. সার্জেন্ট আওয়াল হোসেন। ৪. মোহাম্মদ মাহে আলম চৌধুরী, বিমানবাহিনী, পিতা আবদুল হক চৌধুরী, উলানিয়া; ১৯ ডিসেম্বর চট্টগ্রামে রাউজানে যুদ্ধে শহীদ; সাধনপুরে কবর দেয়া হয়। ৫. ইপিআর আবদুল আজিজ, রুকুন্দী; কুমিল্লার খাদিমনগরে যুদ্ধে শহীদ। ৬. রাজ্জাক বেপারী, রুকুন্দী। ৭. হারানচন্দ্র মৃধা, রুকুন্দী। ৮. রাধিকা দাস, রুকুন্দী। ৯. শ্রীমতি ধুপী, রুকুন্দী। ১০. ইপিআর কাওসার আহম্মদ, চানপুর। ১১. সুশীল রঞ্জন মল্লিক, কাশিপুর। ১২. সারদাকান্ত বিশ্বাস, পাতারহাট। ১৩. হরকুমার কবিরাজ, পাতারহাট। ১৪. গোলামনবী জমাদ্দার, ছনারচর। ১৫. আমজেদ আলী, ছনারচর। ১৫. মিলনচন্দ্র সমদ্দার, সোনামুনি। ১৬. কৃষ্ণদাসী, রুকুন্দি। ১৭. ইসহাক প্যাদা, তালতলী যুদ্ধে নিহত। ১৮. খন্দকার আমিন হোসেন, পূর্ব ঘাটৎ। ১৯. আবদুল শুকুর, কালিকাপুর। ২০. হাজী হাসেম আলী হাওলাদার, কালিকাপুর। ২১. সিরাজুল হক হাওলাদার, কালিকাপুর। ২২. ওমর আলী, কালিকাপুর। ২৩. আবু বকর, কালিকাপুর। ২৪. সিদ্দিক হাওলাদার, কালিকাপুর। ২৫. আবদুল মালেক কালীগঞ্জ, কালিকাপুর। ২৬. এ কে এম আকতার হোসেন, হানি। ২৭. দলিলউদ্দীন ফকির, ভাষানচর; যশোর সীমান্তে যুদ্ধে শহীদ। ২৮. খোরশেদ আলী, অম্বিকাপুর। ২৯. সেকান্দার আলী মাঝি, লক্ষ্মীপুর; পাতারহাট যুদ্ধে নিহত। ৩০. মারুফ চৌধুরী, উলানিয়া; কোরআন পাঠরত অবস্থায় ২৪ নভেম্বর বাড়িতে নিহত। ৩১. সিগনালম্যান খোরশেদ আলম চৌধুরী, উলানিয়া; পশ্চিম পাকিস্তান হতে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয় এবং ময়মনসিংহ সেক্টরে শহীদ। ৩২. হরি নারায়ণ দেবনাথ, মাছুয়া। ৩৩. রাইচরণ দেবনাথ, মাছুয়া। ৩৪. আবদুল ছোবহান হাওলাদার, আমলী সন্তোষপুর। ৩৫. সুলতান জমাদ্দর, দাদপুর। ৩৬. আবদুল খালেক, লতা। ৩৭. নয়ন খাঁ, ভাষানচর। ৩৮. শামসুল আলম, ভাষানচর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান। ৩। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৪। বাংলাপিডিয়া।