"মেহেন্দিগঞ্জের মসজিদ, বাকেরগঞ্জ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাখরগঞ্জ অঞ্চলে মোগল আমলে নির্মিত আরো একটি মসজিদের কথা..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৪:১১, ২৩ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাখরগঞ্জ অঞ্চলে মোগল আমলে নির্মিত আরো একটি মসজিদের কথা জানা যায়। উল্লেখিত এই প্রাচীন মসজিদটি বাখরগঞ্জ-কালীগঞ্জ সড়কের পার্শ্বে মেহেন্দিগঞ্জ নামের গ্রামে অবস্থিত। সংস্কারকৃত এই প্রাচীন মসজিদগাত্রের ফলক থেকে জানা যায় যে, বাংলা এগারোশ একষট্টি বা ইংরেজী সতেরশ তিপ্পান্ন সালে জনৈক মোহাম্মদ শফী কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়। মেহেন্দিগঞ্জের মসজিদের নির্মাতা মোহাম্মদ শফীর কোনো পরিচয় পাওয়া যায় না। এখানে উল্লেখযোগ্য যে উলানিয়া জমিদার বাড়িতে সদৃশ স্থাপত্য বৈশিষ্ট্যের আরেককটি মসজিদ রয়েছে।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।