মুহাম্মদ হোসেন চৌধুরী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৪৮, ৩ মে ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মুহাম্মদ হোসেন চৌধুরী ১৮৯৩ সনে মেহেন্দিগঞ্জ থানার ভাসানচর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা সাদাত হোসেন চৌধুরী। তিনি বিএম কলেজ হতে বিএ এবং ১৯২৪ সনে বিএল পাশ করে বরিশাল বারে যোগ দেন। তিনি প্রজা আন্দোলনে অংশ গ্রহণ করেন। তিনি প্রাদেশিক ও কেন্দ্রীয় আইন সভার সদস্য ছিলেন। ১৯৮০ সনের ২৭শে মার্চ রাত ৪টায় তিনি দেহ ত্যাগ করেন।


তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা, ১৯৯০।