মুহম্মদ আবদুল খালেক

Barisalpedia থেকে

জন্ম পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় দক্ষিণ মিঠাখালি গ্রামে। মুহম্মদ আবদুল খালেকের রচিত ও সম্পাদিত গ্রন্থাবলি: রক্ত হলো সূর্য [স্বাধীনতা যুদ্ধের শহীদ স্মরণে সম্পাদিত ১৩৭৯], কষ্টিপাথর [১৩৮০] জন্মতিথি [রবীন্দ্র নজরুল স্মরণিকা, সম্পাদনা ১৩৮০], রতœদ্বীপ [১৩৮০], শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক [১৩৮২], শতাব্দীর জীবন্ত ইতিহাস, মানুষ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, সূর্যের চোখ [কাব্য], ঝঢ়ববপযবং ধহফ ষবঃঃবৎং ড়ভ অ.ক. ঋধুষঁষ ঐঁয় প্রভৃতি। তাঁর সম্পাদিত ‘শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক’১ গ্রন্থখানি অত্যন্ত মূল্যবান। উক্ত গ্রন্থে শেরেবাংলাকে নিয়ে ড. মুহাম্মদ শহীদুল্লাহ, ড. কাজী মোতাহার হোসেন, বিচারপতি এস. এম. মোরশেদ, বিচারপতি আবু সাঈদ চৌধুরী, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, আবুল হাশিম, আবুল মনসুর আহমদ, জসীমউদ্দীন, সৈয়দ আজিজুল হক, ড. এ কে, নাজমুল করিম, বেগম সুফিয়া কামাল, অধ্যক্ষ ইব্রাহিম খাঁ, আব্বাস উদ্দীন, মুহম্মদ আবদুল হাই, কবীর চৌধুরী, আবদুল হামিদ চৌধুরী, অজিতগুহ, মুনীর চৌধুরী, আবুল কালাম শামসুদ্দীন, ড. মুজাফফর আহমেদ চৌধুরী, ড. নীলিমা ইব্রাহিম, বি. ডি. হাবিবুল্লাহ, ড. সালাউদ্দীন আহমদ, আবদুল গাফফার চৌধুরী, আবু জাফর শামসুদ্দীন, ড. আজিজুর রহমান মল্লিক, আতাউর রহমান খান, ড. মোহম্মদ মনিরুজ্জামান, মোঃ মতিউর রহমান, মুঃ আসফউদদৌলা রেজা, মুস্তফা সারওয়ার, মুহম্মদ আবদুল খালেক, তফাজ্জল হোসেন (মানিক মিয়া), নির্মল সেন, এনায়েত করিম, শামসুজ্জামান খান, দুদু মিয়া, খন্দকার মাযহারুল ইসলাম, আবদুর রশিদ তর্কবাগীশ, মুস্তফা সারওয়ার, ড. আনিসুজ্জামান, আবুল ফজল, কবি মোজাম্মেল হক, আমিতাভ গুপ্ত, হাসিন রওশন, ফেরদৌস আখতার, চৌধুরী ফজলুর রহমান, ড. আবদুর মতিন চৌধুরী, এ, এস, এম, সোলায়মান, ড. আলীম আল-রাজী, ড. এ. বি, এম হাবিবুল্লাহ, ড. আশরাফ সিদ্দিকী, ওবায়দুল হক ব্যারিষ্টার, মোস্তফা কামাল, অমলেন্দু দে, সরদার ফজলুল করিম, মিজানুর রহমান খোকন, লুৎফুর রহমান জুলফিকার, এ, এফ, এম আবদুল জলিল, শহীদুল্লাহ কায়সার, আলতাফ হোসাইন আলমগীর প্রমুখের রচনা প্রকাশিত হয়। শেরেবাংলার ভাষণ ও চিঠিপত্র প্রভৃতি ছাড়াও এক গুচ্ছ কবিতা প্রকাশিত হয় উক্ত গ্রন্থে।


তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)