মুন্সি আমিরুল্লার মসজিদ, দশমিনা

Barisalpedia থেকে

দশমিনার বহরামপুরে মুন্সি আমিরুল্লাহ প্রতিষ্ঠিত মসজিদটি প্রতিষ্ঠাতার নামে অর্থাৎ মুন্সি আমিরুল্লাহর মসজিদ নামে পরিচিত। মুন্সি আমিরুল্লাহর পূর্বপুরুষ সৈয়দ আবু আলি ফরিদপুর অঞ্চল থেকে চাখার আগমন করেন। পরবর্তী সময়ে তালুক লাভের পর এই পরিবার দশমিনার বহরমপুরে তাদের বসতি স্থাপন করেন। উনবিংশ শতাব্দিতে মুন্সি আমিরুল্লাহ নির্মিত এই মসজিদের নির্মানরীতিতে এই অঞ্চলের প্রাচীন স্থাপনাসমূহের অন্যতম শ্রীরামপুর মসজিদের যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত। সময়কাল এবং সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুন্সি আমিরুল্লাহর মসজিদটিকে বৃহত্তর বরিশালের দক্ষিণাঞ্চলে মুসলমানদের প্রতিষ্ঠিত ধর্মীয় স্থাপনাগুলির অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।