মুনএম, এম. এ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:১২, ২৬ মে ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বাংলাদেশ সরকারের সাবেকমন্ত্রী এম. এ. মুন্এম-এর জন্ম ১৯৩৫..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বাংলাদেশ সরকারের সাবেকমন্ত্রী এম. এ. মুন্এম-এর জন্ম ১৯৩৫ সালে বাউফল উপজেলার কারখানা গ্রামে। তাঁর পূর্ণ নাম মোহাম্মদ আবদুল মুন্এম। মৃত্যু ১৯৯৯ সাল।

শিক্ষাজীবন

এম. এ. মুন্এম ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ এম. এসসি ডিগ্রী লাভ করেন।

চাকুরিজীবন

বাংলাদেশ সরকারের সাবেকমন্ত্রী এম. এ. মুন্এম ১৯৫৬ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইলেকট্রিক্যাাল ও মেকানিক্যাল কোরে কমিশন প্রাপ্ত হন। তিনি ১৯৬৯ সালে কোয়েটার কম্যান্ড এন্ড ষ্টাফ কলেজ থেকে স্টাফ কোর্সে উত্তীর্ণ হন। তিনি কোয়েটায় সেনাবাহিনীর ইএমই কলেজ ডাইরেক্টিং স্টাফ, বাংলাদেশ ইন্সপেকসন ও টেকনিক্যাল ডেভেলপমেন্ট কোর এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের পরিচালক ছিলেন।

১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি নির্মাণাধীন দেশের বৃহত্তম ট্রান্সফরমার উৎপাদনকারী সংস্থা চট্টগ্রামের জিইমে প্লান্ট-এর জেনারেল ম্যানেজারের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ১৯৭৯ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠান

১৯৮৩ সালের ১৯শে জুলাই গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৮৫ সালের ১৫ জানুয়ারী তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৬ সালে ১লা ডিসেম্বর তিনি বাণিজ্য মন্ত্রী নিযুক্ত হন এবং ১৯৮৭ সালের ২৭শে ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। পরে ১৯৮৯ সালে অর্থ মন্ত্রণালয়ের বদলে তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

১৯৮৩ সালের নভেম্বর মাসে এম. এ. মুন্এম বাংলাদেশের বিশেষ দূত হিসেবে মালদ্বীপের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন। ১৯৮৪ সালের নভেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত কলম্বো প্লান কনসালটেটিভ কমিটির ৩০তম বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগদান করেন। ১৯৮৫ সালের নভেম্বরে রোমে অনুষ্ঠিত খাদ্য ও কৃষি সংস্থার ২৩তম অধিবেশনে এম. এ. মুন্এম বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দান করেন। ইসলামিক সংস্থার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা (কেমসেক) বিষয়ে ১৯৮৬ সালের মার্চে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠকে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগদান করেন।

মৃত্যু

মোহাম্মদ আবদুল মুন্এম ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এর সাথে সংশ্লিষ্ট ছিলেন। ১৯৯৮ সালের জুলাই মাসে মেজর জেনারেলের পদমর্যাদায় তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ১৯৯৯ সালে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।


তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।