মুকুল সেন

Barisalpedia থেকে

আন্দামানে দ্বীপান্তরপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী, বরিশাল জেলায় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুকুল সেনের (১৪.৬.১৯০৭-২৫.২.১৯৯২) জন্ম বর্তমান আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে। পিতা নিরঞ্জন সেন।

বরিশাল বি.এম. কলেজ থেকে বি.এসসি. পাশ করেন। ছাত্রাবস্থাতেই তিনি বিপ্লবী অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন। ১৯২৯ খ্রিস্টাব্দে পুটিয়াবাড়ি মেল ডাকাতি ও মেছুয়াবাজার বোমা মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে তিনি ১৯৩০ খ্রিস্টাব্দে গ্রেপ্তার হন। প্রেসিডেন্সি, আলিপুর ও রাজশাহি জেলে রাখার পর যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত তাঁকে ১৯৩২ খ্রিস্টাব্দে প্রথম দলের সঙ্গে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়। সেখানে যক্ষ্মারোগাক্রান্ত হলে ১৯৩৪ খ্রিস্টাব্দে প্যারোলে মুক্তিলাভ করে তিনি বরিশাল চলে আসেন। অসুস্থ অবস্থায় নানা অসুবিধার মধ্যেও তিনি কমিউনিস্ট পার্টি গঠনের কাজে আত্মনিয়োগ করেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে বরিশাল কমিউনিস্ট আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগের পর মুসলিম লিগের আমলে প্রবল প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি তিন বছর পলাতক অবস্থায় পার্টির কাজ চালিয়ে যান। ১৯৫১ খ্রিস্টাব্দে বরিশালে গ্রেপ্তার হয়ে পাকিস্তান জেলে দীর্ঘদিন আটক থাকেন। কারামুক্ত হয়ে পুনরায় পার্টির কাজ করে চলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। বৃদ্ধ বয়সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অকৃতদার তাঁকে চিকিৎসার জন্য পার্টি কলতাকায় পাঠায়। সেখানেই তাঁর মৃত্যু ঘটে।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান