মুআয্যামুদ্দীন সাঈদ

Barisalpedia থেকে

মূল নাম ‘মুআয্যামুদ্দিন’, কাব্যনাম ‘সাঈদ’ (ভাগ্যবান)। তিনি ছিলেন মুনশী নাযিমুদ্দীনের পুত্র। তিনি (সাঈদ) ঢাকার এলাচীপুরের অধিবাসী ছিলেন। মুর্শিদাবাদ ও কলকাতায় পড়া-শোনা করেন। তিনি দীর্ঘকাল বরিশালে সদর দেওয়ানী আদালতের আমীন ও মুফতী ছিলেন। সাঈদ ফার্সী ও উর্দু উভয় ভাষায় কাব্যচর্চা করতেন। তাঁর কবিতা ছিল হৃদয়গ্রাহী। তিনি ছিলেন খান বাহাদুর আবদুল গফুর নাস্সাখের অন্যতম বন্ধু। ১৮৮৯ সালের পর কোন এক সময় তিনি ইন্তেকাল করেছেন বলে মনে হয়।


তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)