মীর মাশায়েখ শাহ (রঃ)-এর মাজার, ঝালকাঠি

Barisalpedia থেকে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রাচীন বরিশাল অঞ্চলে ইসলাম প্রচারে যে সকল ধর্মপ্রচারক এবং আওলিয়াবৃন্দ নিজেদেরকে উৎসর্গ করেছেন, হযরত মীর মাশায়েখ শাহ (রঃ) ছিলেন তাদের অন্যতম। এই অঞ্চলে তার আগমণকাল সঠিকভাবে জানা যায় না। বলা হয়ে থাকে যে, মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সূদূর আরব থেকে বারোজন ইসলাম প্রচারক এই দেশে আগমণ করেন হযরত মীর মাশায়েখ এবং তার পুত্র হযরত মাহমুদ শাহ ছিলেন তাদের অন্যতম। বাংলায় পৌছানোর পর চট্টগ্রাম থেকে নদীপথে তিনি ঝালকাঠির উদচরায় উপস্থিত হয়ে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন। হযরত মীর মাশায়েখ শাহ (রঃ) সম্পর্কে বেশ কিছু অলৌকিক ঘটনা এখানে প্রচলিত রয়েছে। এই মহাপুরুষের মাজার সংলগ্ন স্থানে একটি কালো পাথর পরিদৃষ্ট হয়। বলা হয়ে থাকে কোনো এক সময়ে হযরত মীর মাশায়েখ তার বাম হাতের কনুই দিয়ে এই পাথরটিতে চাপ দেয়ায়, পাথরটি মোমের মতো গলে যায়। ঐ অলৌকিক ঘটনার সাক্ষী হিসেবে আজো সেই কালো পাথরটির গায়ে তার কনুইয়ের ছাপ দৃশ্যমান। হযরত মীর মাশায়েখ এবং তার পুত্র হযরত মাহমুদ শাহ এই এলাকায় ইসলাম প্রচারের সাথে সাথে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছিলেন বলে জানা যায়। বর্তমান সময়ে তার বহু অনুরাগী নবগ্রামের উদচরা গ্রামের এই মাজার পরিদর্শন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।