মিশ্রি পাড়া বৌদ্ধ মন্দির, খেপুপাড়া

Barisalpedia থেকে

বৃহত্তর বরিশালের বিখ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটা সংলগ্ন আলিপুর বাজারের কয়েক কিলোমিটার পূর্বে মিশ্রি পাড়া নামক গ্রামে একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির রয়েছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মিশ্রি মাতবর নামের জনৈক ধনবান ও ধর্মপ্রান ব্যক্তির আর্থিক সহায়তায় উ খেমা স্রাডো নামক জনৈক বহিরাগত ধর্মগুরুর নেতৃত্বে এই স্থাপনাটি প্রতিষ্ঠিত হয়। সাধাসিধে ধরনের মন্দিরের সম্মুখভাগে দুইটি সিংহ মূর্তি স্থাপন এই মন্দিরটিকে এই অঞ্চলের অন্যান্য বৌদ্ধ মন্দির থেকে ভিন্ন ধরনের বিশেষত্ব প্রদান করেছে। এছাড়া এই মন্দিরে স্থাপিত বুদ্ধ মূর্তিটি আকৃতির দিক থেকে এই অঞ্চলের অন্যান্য মূর্তিসমূহের মধ্যে বৃহৎ বলে জানা যায়। সে হিসেবেও এই মন্দিরের আলাদা ধরনের মূল্য রয়েছে।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।