মির্যাজান

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:১৫, ৩১ অক্টোবর ২০১৭ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মির্যাজান ছিলেন দক্ষিণ শাহবাজপুরের (ভোলা) জমিদার। মির্যাজান ছিলেন পিটের অত্যাচারের একজন শিকার। মির্যাজান ঢাকায় থাকতেন। জনৈক ইলিয়াস আব্রাহাব মির্যাজানের বিরুদ্ধে কোর্টে অভিযোগ করে। পিটের আদেশে একদল সিপাহী ১৭৭৭ খ্রিস্টাব্দে ১ ফেব্রুয়ারি মির্যাজানকে গ্রেফতার করতে যায়। উভয় দলে সংঘর্ষের ফলে মির্যাজানের একজন সাথী নিহত হয়। পিটের আক্রোশ হতে তিনি রেহাই পেলেন না। ১৭৮০ ও ১৭৮৬ খৃৃস্টাব্দে দক্ষিণ শাহবাজপুর নিলামে বিক্রি হয় এবং খাজা মাইকেল নিলাম ক্রয় করে।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।