মির্জাগঞ্জ উপজেলা

Barisalpedia থেকে

১৮১২ সালে মির্জাগঞ্জ থানা গঠিত হয়। ১৮৬৭ সালে পটুয়াখালী মহকুমা সৃষ্টিকালে এর যে ৪টি থানা ছিল তার একটি মির্জাগঞ্জ। ২/৭/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।


মির্জাগঞ্জ উপজেলার পুরাকীর্তি

১. মসজিদবাড়ির মসজিদ, মির্জাগঞ্জ ২. ইয়ারউদ্দিন খলিফার দরগাহ


মির্জাগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. ইপিআর আবদুল করিম, গাবুয়া; চট্টগ্রামে যুদ্ধে শহীদ। ২. আবদুল কাদের জমাদ্দার, আওয়ামী লীগ সভাপতি, মির্জাগঞ্জ। ৩. এ কে এম আবদুর রব, রামপুর। ৪. আনিসুর রহমান, ঘটকের আন্দুয়া। ৫. আবদুর রহমান, ঘটকের আন্দুয়া। ৬. মোজাফফর হোসেন, ঘটকের আন্দুয়া। ৭. দেবেন্দ্রনাথ সরকার, কলাগাছিয়া। ৮. বিভারাণী সরকার, কলাগাছিয়া। ৯. মকবুল হোসেন, কলাগাছিয়া। ১০. অমরচন্দ্র গাঙ্গুলী, কাকরাবুনিয়া। ১১. মোসলেম আকন, দেউলী। ১২. নূর মোহাম্মদ, কাকরাবুনিয়া। ১৩. সুলতান আলম, ঘাটামিয়া। ১৪. হারুন মিয়া, চালিতাবুনিয়া। ১৫. রজ্জব আলী, উত্তর গাছুয়া।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫