মিয়াবাড়ি মসজিদ, রাজাপুর

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:২১, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("রাজাপুর অঞ্চলের প্রাচীন স্থাপনা সমূহের মধ্যে নিজ গালুয়..." দিয়ে পাতা তৈরি)

রাজাপুর অঞ্চলের প্রাচীন স্থাপনা সমূহের মধ্যে নিজ গালুয়ার রাশেদ মিয়ার বাড়ির তিনটি মসজিদ বিভিন্ন কারনে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মসজিদগুলির নির্মাণ এবং স্থাপনারীতিতে কিছুটা ভিন্নতা পরিদৃষ্ট। একই সারিতে অবস্থিত মসজিদগুলি সমদুরত্বে অবস্থিত। প্রত্যেকটি মসজিদই এক গম্বুজ বিশিষ্ট । উত্তর থেকে দক্ষিণে মসজিদ গুলির আকৃতি ক্রমশঃ বড়ো থেকে ছোট। উত্তরের মসজিদে মেহরাবের অবস্থান থাকলেও অন্য দু‘টিতে কোনো মেহরাব পরিলক্ষিত হয় না। এই মসজিদত্রয় নিয়ে কিছু জনশ্র“তি প্রচলিত। বলা হয়ে থাকে যে, এই মসজিদের বৃহৎ স্থাপনাটি হযরত মুহম্মদ (সাঃ),মধ্যমটি হয়রত আলী (রাঃ) এবং ছোটটি বিবি ফাতিমা (রাঃ)-এর উদ্দেশ্যে নির্মিত। এই জনশ্র“তির পেছনে শিয়া ধর্ম বিশ্বাসের প্রভাব রয়েছে বলে মনে করা অমুলক নয়। যদিও এই মসজিদের নির্মানকাল বা নির্মাতার নিশ্চিত পরিচয় জানা যায়নি, তারপরেও স্থাপনারীতি এবং এই সম্পর্কিত তথ্য বিশ্লেষনে ধারনা করা হয় যে মোগল আমলের শেষদিকে সম্ভবত এই স্থাপনাগুলি নির্মিত হয়েছিলো। বর্তমানে দক্ষিণাঞ্চলের প্রতœতাত্ত্বিক সম্পদসমূহের অন্যতম রাশেদ মিয়া বাড়ির এই মসজিদ তিনটি ধ্বংসের শেষ পর্যায়ে উপনীত বলে পরিদৃষ্ট।



তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।