"মাহিলারা মঠ, গৌরনদী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বৃহত্তর বরিশাল অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমূহের..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২২:১৭, ২২ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বৃহত্তর বরিশাল অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমূহের মধ্যে গৌরনদীর অদূরে মাহিলারার সরকার মঠ অন্যতম। দৃষ্টিনন্দন এই মঠটি জনৈক রূপরাম দাসগুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত। তবে এই রূপরামের পরিচয় আমরা শুধুমাত্র এটুকুই জানি যে তিনি সরকার পরিবারের সদস্য ছিলেন। কোনো কোনো গবেষকের মতে মোগল আমলে এই অঞ্চলের সমৃদ্ধশালী সরকার পরিবারের কোনো সদস্য শিবলিঙ্গ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই মঠ নির্মাণ করে। মাহিলারা মঠগাত্রে অলংকরণ ব্যতীত কোন প্রকার লিপি পরিদৃষ্ট হয় না। প্রায় দেড়শত ফুট উচ্চতা সম্পন্ন কিঞ্চিৎ হেলানো মঠটি সম্ভবত মোগল আমলের শেষদিকে নির্মিত হয়েছে।



তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।