মাহিলারা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০০:৫২, ৪ আগস্ট ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মাহিলারা গৌরনদী থানায় অবস্থিত একটি গ্রাম। এটা প্রাচীন সভ্যতার সমৃদ্ধ জনপদ। অনুমান করা হয় যে, পাল আমলে বা তার পূর্বে এখানে বৈদ্যবিহার ছিল। সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত ছিল। ইংরেজ আমলে এখানকার অনেক উচ্চ ডিগ্রী লাভ করে খ্যাতি অর্জন করে। এ গ্রামের দক্ষিণ প্রান্তে ১৫০ ফুট উঁচু সরকারবাড়ি মঠ আছে। এ গ্রামে অনেক বিখ্যাত ব্যক্তির বাস ছিল। তাঁদের কতিপয় হলেন: ১. রামচন্দ্র দাশগুপ্ত (১৮৭৮ - ১৯১৯) গীতিকার ও লেখক। ২. অনন্তকুমার সেন (১৬ জুলাই ১৮৮৮ - ১৫ অক্টোবর ১৯৩৫), মহাত্মা অশ্বিনীকুমারের অনুগামী সংগঠক ও আদর্শ শিক্ষক। ৩. ড. সুরেন্দ্রনাথ সেন (২৯ জুলাই ১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৬২), খ্যাতনামা ঐতিহাসিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘আশুতোষ অধ্যাপক’। ৪. হীরালাল দাশগুপ্ত (১৮৯০ - ৩০ অক্টোবর ১৯৭১), বৃটিশ বিরোধী বিপ্লবী ও সুলেখক। ৫. সুধীরকুমার দাশগুপ্ত (১৫ জুন ১৮৯৪ - ১৪ মার্চ ১৯৫৬), স্কটিশ চার্চ কলেজের বাংলার অধ্যাপক; বাংলা ভাষায় অলংকারশাস্ত্র ও সাহিত্যতত্ত¡ আলোচনায় অন্যতম পথিকৃৎ । ৬. জ্যোতিষচন্দ্র সেনগুপ্ত (১৮ মার্চ ১৯১০ - ২৩ এপ্রিল ২০০৫), স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবী। ৭. রবীন্দ্রকুমার দাশগুপ্ত (১১.৭.১৯১৫ - ৩.২.২০০৯) ডি.ফিল. অক্সফোর্ড; গবেষক, অধ্যাপক ও প্রাবন্ধিক ।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। সংসদ বাঙালি চরিতাভিধান।