মাহমুদ ইদ্রাক

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০৪, ২৪ অক্টোবর ২০১৭ পর্যন্ত সংস্করণে ("হজরত মাহমুদ ইদ্রাক সুবাদার শায়েস্তা খানের সাথে বাংলাদে..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

হজরত মাহমুদ ইদ্রাক সুবাদার শায়েস্তা খানের সাথে বাংলাদেশে আগমন করেন এবং বর্তমান উজিরপুর থানার ধামুরায় বসতি স্থাপন করেন। মাহমুদ ইদ্রাক এ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন। ধামুরায় তার মাজার আছে। তার সময় নির্মিত দালান ও দেয়ালের ধ্বংসাবশেষ আছে। নবাব তার আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তার নামে ইদ্রাকপুর পরগণার জমিদারী প্রদান করেন। ধামুরার মিয়ারা তার বংশধর।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১