"মানবেন্দ্র মুখোপাধ্যায়"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র (১১.৮.১৯২৯-১৯.১...." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র (১১.৮.১৯২৯-১৯.১.১৯৯২) উজিরপুর- বরিশাল (বাংলাদেশ)। কলকাতায় জন্ম। পিতা আর.এস.এস.-এর একনিষ্ঠ কর্মী অতুলচন্দ্র। সিটি কলেজ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দে বি.এসসি. পাশ করেন। পিতৃব্য রতেœশ্বর মুখোপাধ্যায়ের কাছে সংগীতশিক্ষার শুরু। কীর্তনের মাধ্যমে তাঁর সংগীতে হাতেখড়ি। পরে ধ্রুপদ, টপ্পা, রাগপ্রধান প্রভৃতির তালিম নিয়েছেন। নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, পল্লিগীতি, আধুনিক, রবীন্দ্রসংগীত, পুরাতনী সব ক্ষেত্রেই মানবেন্দ্র সচ্ছন্দ ছিলেন। ১৯৪৫ খ্রিস্টাব্দ থেকে তিনি বেতারশিল্পী। পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এইচ.এম.ভি. থেকে তাঁর প্রথম রেকর্ড বার হয়। প্রথম প্লে-ব্যাক গাইলেন ‘নবজন্ম’ ছবিতে। ১৯৫০ খ্রিস্টাব্দে ‘চাঁপাডাঙার বৌ’ ছবিতে তিনি প্রথম সুর দেন। যাত্রাপালাতেও সুর দিয়েছেন। ১৯৭০ খ্রিস্টাব্দে বি.এফ.জে. পুরস্কার পান।
+
প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র (১১.৮.১৯২৯-১৯.১.১৯৯২) বরিশালের উজিরপুরের আদি বাসিন্দা। কলকাতায় জন্ম। পিতা আর.এস.এস.-এর একনিষ্ঠ কর্মী অতুলচন্দ্র। সিটি কলেজ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দে বি.এসসি. পাশ করেন। পিতৃব্য রতেœশ্বর মুখোপাধ্যায়ের কাছে সংগীতশিক্ষার শুরু। কীর্তনের মাধ্যমে তাঁর সংগীতে হাতেখড়ি। পরে ধ্রুপদ, টপ্পা, রাগপ্রধান প্রভৃতির তালিম নিয়েছেন। নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, পল্লিগীতি, আধুনিক, রবীন্দ্রসংগীত, পুরাতনী সব ক্ষেত্রেই মানবেন্দ্র সচ্ছন্দ ছিলেন। ১৯৪৫ খ্রিস্টাব্দ থেকে তিনি বেতারশিল্পী। পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এইচ.এম.ভি. থেকে তাঁর প্রথম রেকর্ড বার হয়। প্রথম প্লে-ব্যাক গাইলেন ‘নবজন্ম’ ছবিতে। ১৯৫০ খ্রিস্টাব্দে ‘চাঁপাডাঙার বৌ’ ছবিতে তিনি প্রথম সুর দেন। যাত্রাপালাতেও সুর দিয়েছেন। ১৯৭০ খ্রিস্টাব্দে বি.এফ.জে. পুরস্কার পান।
  
 
----
 
----
 
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান
 
তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান

২৩:২৭, ১৮ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র (১১.৮.১৯২৯-১৯.১.১৯৯২) বরিশালের উজিরপুরের আদি বাসিন্দা। কলকাতায় জন্ম। পিতা আর.এস.এস.-এর একনিষ্ঠ কর্মী অতুলচন্দ্র। সিটি কলেজ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দে বি.এসসি. পাশ করেন। পিতৃব্য রতেœশ্বর মুখোপাধ্যায়ের কাছে সংগীতশিক্ষার শুরু। কীর্তনের মাধ্যমে তাঁর সংগীতে হাতেখড়ি। পরে ধ্রুপদ, টপ্পা, রাগপ্রধান প্রভৃতির তালিম নিয়েছেন। নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, পল্লিগীতি, আধুনিক, রবীন্দ্রসংগীত, পুরাতনী সব ক্ষেত্রেই মানবেন্দ্র সচ্ছন্দ ছিলেন। ১৯৪৫ খ্রিস্টাব্দ থেকে তিনি বেতারশিল্পী। পিতৃব্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এইচ.এম.ভি. থেকে তাঁর প্রথম রেকর্ড বার হয়। প্রথম প্লে-ব্যাক গাইলেন ‘নবজন্ম’ ছবিতে। ১৯৫০ খ্রিস্টাব্দে ‘চাঁপাডাঙার বৌ’ ছবিতে তিনি প্রথম সুর দেন। যাত্রাপালাতেও সুর দিয়েছেন। ১৯৭০ খ্রিস্টাব্দে বি.এফ.জে. পুরস্কার পান।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান