মানপাশা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৮, ৯ আগস্ট ২০২০ পর্যন্ত সংস্করণে ("বরিশালের অনেক কৃতী সন্তানের জন্মস্থান মানপাশা গ্রামে মর..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

বরিশালের অনেক কৃতী সন্তানের জন্মস্থান মানপাশা গ্রামে মর্মে বিভিন্ন গ্রন্থে উল্লিখিত আছে। কিন্তু বরিশাল বিভাগে দুটি মানপাশা গ্রাম রয়েছে। দুটিই ঝালকাঠি জেলায়। একটি ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নে এবং অপরটি নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে অবস্থিত। কার ক্ষেত্রে এর কোন গ্রামটি প্রযোজ্য তা নিরূপণ করা সম্ভব হয়নি।

বিভিন্ন ইতিহাসগ্রন্থের বর্ণনামতে মানপাশা একটি ব্রাহ্মণপ্রধান গ্রাম ছিল। এ গ্রামের ভট্টাচার্য বংশ সংস্কৃতি চর্চার জন্য বিখ্যাত ছিল। এ বংশের রামনাথ সার্বভৌম বিখ্যাত পণ্ডিত ছিলেন। মহারাজ নন্দকুমার রামনাথকে বারৈকরণ জেলার দেওয়ানী আদালতে পণ্ডিত জজ নিযুক্ত করেছিলেন। এ গ্রামের বাচস্পতি বংশের নন্দরায় তর্কবাগীশ পঞ্চ জারজ চণ্ডালের মাথা প্রোথিত করে ত্রিপঞ্চপীঠ নির্মান করেছিলেন। প্রাচীন ভবন ও মন্দিরের ভগ্নাবশেষ এ গ্রামে বিদ্যমান আছে। এ গ্রামের আরেকজন বিখ্যাত ব্যক্তি হলেন নিশিকান্ত গঙ্গোপাধ্যায় (জন্ম ১৮৮৫ - ২১ ডিসেম্বর ১৯৭৮)। তিনি ১৯৩০ খ্রিস্টাব্দে বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং তিনি বরিশালের হিন্দু ধর্মরক্ষার আন্দোলন সত্যাগ্রহ পরিচালনার সর্বাধিনায়ক ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।