মাধবপাশা রাজবাড়ি

Barisalpedia থেকে

রাজা দনুজমর্দন প্রতিষ্ঠিত চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে স্থানান্তরিত হয়। এই কারণসমূহের মধ্যে মগ ও পর্তুগিজ জলদস্যুদের উৎপাত এবং প্রাকৃতিক দুর্যোগ অন্যতম। স্থানান্তর প্রক্রিয়ার শেষপর্যায়ে চন্দ্রদ্বীপের রাজধানী বর্তমান বরিশাল শহর থেকে প্রায় বারো কিলোমিটার পশ্চিমে মাধবপাশা নামের গ্রামে প্রতিষ্ঠা করা হয়। মাধবপাশার পূর্বনাম ছিলো শ্রীনগর। এখানেই দনুজমর্দন দেবের বংশধর একসময়ের বারো ভুঁইয়াদের অন্যতম কন্দর্প নারায়ন এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন যা আমরা বর্তমানে মাধবপাশা রাজবাড়ি বলে জানি। বর্তমানে এই রাজপরিবার কর্তৃক নির্মিত স্থাপনাসমূহ অর্থাৎ বসতবাড়ি, মঠ ও মন্দির বিলুপ্তির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এই দীঘিসমূহের একটিতে সিঁড়ি সংলগ্ন ক্ষুদ্র নকশা শোভিত স্থাপনা পরিদৃষ্ট হয়। এই স্থাপনাটি সম্ভবত পোশাক পরিবর্তনের হেতু ব্যবহার করা হতো। এছাড়াও মাধবপাশার এই রাজবাড়ির অংশ হিসেবে রয়েছে রাম মানিক্য মুদির আবাসস্থল, রাজা রামচন্দ্রের দেহরক্ষী রামমোহন মালের স্মৃতিসৌধ, ক্যাতায়নী মন্দির এবং সর্বোপরি দুর্গাসাগর দীঘি।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।