মাধবপাশা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৫৬, ৩ আগস্ট ২০২০ পর্যন্ত সংস্করণে ("মাধবপাশা বাবুগঞ্জ থানায় অবস্থিত একটি গ্রাম। এক সময় এর..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মাধবপাশা বাবুগঞ্জ থানায় অবস্থিত একটি গ্রাম। এক সময় এর নাম ছিল শ্রীনগর। এই শ্রীনগর বা মাধবপাশা চন্দ্রদ্বীপের রাজবংশের রাজধানী ছিল। চন্দ্রদ্বীপ রাজা দনুজমর্দন দেবের বংশধর, একসময়ের বারো ভুঁইয়াদের অন্যতম, কন্দর্প নারায়ণ এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন যা আমরা বর্তমানে মাধবপাশা রাজবাড়ি বলে জানি। বর্তমানে এই রাজপরিবার কর্তৃক নির্মিত স্থাপনাসমূহ অর্থাৎ বসতবাড়ি, মঠ ও মন্দির বিলুপ্তির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। বাড়ির সামনে দীঘি ও মন্দির আছে। রাজা শিবনারায়ণের স্ত্রী দূর্গাবতী ১৭৮০ খৃৃস্টাব্দে বিরাট দীঘি খনন করান। দীঘিটি দূর্গাসাগর নামে খ্যাত। দূর্গাসাগর একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়াও মাধবপাশার এই রাজবাড়ির অংশ হিসেবে রয়েছে রাম মানিক্য মুদির আবাসস্থল, রাজা রামচন্দ্রের দেহরক্ষী রামমোহন মালের স্মৃতিসৌধ, ক্যাতায়নী মন্দির। মাধবপাশায় ১৯২৮ খৃৃস্টাব্দে চন্দ্রদ্বীপ হাইস্কুল প্রতিষ্ঠা করা হয়।



তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।