মাদারকাঠির শিব মন্দির, বানারীপাড়া

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১০, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("বানারিপাড়া অঞ্চলের প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলির মধ্য..." দিয়ে পাতা তৈরি)

বানারিপাড়া অঞ্চলের প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলির মধ্যে মাদারকাঠি গ্রামের শিব মন্দিরটি অন্যতম। বরিশাল- বানারিপাড়া সড়কের শিমুলতলা অংশের দক্ষিণ পার্শ্বে, মাদারকাঠি গ্রামে এই শিব মন্দিরটির অবস্থান। এক সময়ের এখানকার প্রভাবশালী ভট্টচার্য পরিবারের প্রধান যোগেশ ভট্টচার্য এই মন্দিরের প্রতিষ্ঠাতা বলে জানা যায়।

মাদারকাঠি শবি মন্দরি, বানারীপাড়া


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।