মহেন্দ্র নারায়ণ রায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:১৪, ১০ আগস্ট ২০২০ পর্যন্ত সংস্করণে ("মহেন্দ্র নারায়ণ রায় পিরোজপুরের রায়েররকাঠি জমিদার পর..." দিয়ে পাতা তৈরি)

মহেন্দ্র নারায়ণ রায় পিরোজপুরের রায়েররকাঠি জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা রুদ্রনারায়ণ রায়ের পঞ্চম অধস্তন পুরুষ। তাঁর পিতামহ ছিল বংশর একসময়ের বিখ্যাত জমিদার শিবনারায়ণ রায়। তিনি তেজস্বী ও বিচক্ষণ পুরুষ ছিলেন। সংস্কৃত ভাষায় তার বুৎপত্তি ছিল। তিনি বরিশালের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন। ১৮৫৮ খৃৃস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ভারতেশ্বরী হলে বরিশালের দরবারে তাঁকে শ্রেষ্ঠ আসন প্রদান করা হয়। কিন্তু মহেন্দ্র নারায়ণ তার আসন চন্দ্রদ্বীপ রাজাকে ছেড়ে দেন। তার পুত্র নরনারায়ণ একজন সাহিত্যিক ছিলেন।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস, ১ম খণ্ড।