মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:১৭, ১৩ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

যুগান্তর বিপ্লবী গোষ্ঠির বিশিষ্ট কর্মী ও সংগীতজ্ঞ। জন্ম ১৯০৫। মৃত্যু ৩০ নভেম্বর ১৯৮০। জন্মস্থান গৌরনদী উপজেলার বার্থি ইউয়িনের তারাকুপি গ্রাম। পিতা হরকুমার বন্দ্যোপাধাধ্যায়।

বরিশালের স্বাধীনতা সংগ্রামী ভূপতিরঞ্জন বকসির আহ্বানে মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় বিদ্যালয় ছেড়ে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। পরে ১৯২৩ খৃস্টাব্দে কৃতিত্বের সঙ্গে ম্যাট্টিক পাশ করে বরিশালের সুপরিচিত প্রধান শিক্ষক জীতেন সেনের নির্দেশে কলকাতায় সরস্বতী লাইব্রেরিতে যোগ দেন। এখানে তিনি বিপ্লবী মনোরঞ্জন গুপ্ত, অরুণচন্দ্র গুহ প্রমুখ নেতাদের সান্নিধ্যে আসেন। পরে জ্যেষ্ঠভ্রাতা ও বিপ্লবী নেতাদের নিদের্শে তিনি ময়মনসিংহ মেডিকেল স্কুলে পড়তে যান। সেখানে অধ্যক্ষ সুসাহিত্যিক ডা. বনবিহারী মুখোপাধ্যায়ের সস্নেহ প্রশ্রয়ে গোপনে বিপ্লবের কাজ চালান। ডাক্তারি পড়া শেষ হবার আগেই গ্রেপ্তার হন। পরবর্তীকালে বিভিন্ন জেলে বন্দি অবস্থায় বি.এ. পাশ করেন। বোমার মালমশলা তৈরী ও সংরক্ষণ-সহ তৎকালীন কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার চালর্স টেগার্ট হত্যা পরিকল্পনায় অংশ নেন। এ কাজে শহিদ হন অনুজা সেন এবং আহত দীনেশ মজুমদার ধরা পড়লে নেতাদের নির্দেশে তিনি ময়মনসিংহ ফিরে যান। সেখানে পুলিশের হাতে ধরা পড়লেও প্রমাণাভাবে ষড়যন্ত্র মামলায় তাঁকে জড়িত করতে না পেরে ১৯৩০-৩৮ খৃস্টাব্দে বিভিন্ন জেলে আটক রাখা হয়। বিপ্লবী জীবনে কংগ্রেসের বিভিন্ন সভায় সুরেলা ও দরাজকণ্ঠে স্বদেশিসংগীত পরিবেশন করেছেন। বন্দি থাকাকালে বিপ্লবী ভূপতি মজুমদারের রচিত বহু গানে তিনি সুর দিয়েছেন। মার্গসংগীতে শিক্ষা তাঁর ওস্তাদ ললিতমোহন সেনের কাছে। আর্থিক স্বাচ্ছন্দ্য না থাকলেও বহু ছাত্র-ছাত্রী ও বন্ধুজনকে বিনা পারিশ্রমিকে সংগীতশিক্ষা দিয়েছেন।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।