"মহামায়া মন্দির, বরিশাল"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বরিশাল শহরের অদূরে ইছাকাঠি এলাকায় শহরতলী কাশিপুরের বিখ..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

২২:০৮, ২২ মার্চ ২০১৬ তারিখের সংস্করণ

বরিশাল শহরের অদূরে ইছাকাঠি এলাকায় শহরতলী কাশিপুরের বিখ্যাত মুখার্জী পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত এই মন্দিরে রয়েছে মহামায়ার মূর্তি । জনশ্রুতি অনুসারে আঠারোশ সালের প্রথমদিকে জমিদার কাশিনাথ মুখার্জীর মালিকানাধীন কৃষিজমিতে প্রাপ্ত এই প্রাচীন মহামায়ার মূর্তিটি উল্লেখিত মন্দিরে স্থাপন করা হয় । বিভিন্ন সময়ে দু®কৃতিকারীরা রাজনৈতিক ছত্রছায়ায় মহামায়ার এই মূর্তিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চেষ্টা করে বলে জানা যায়। বর্তমানে কাশিপুরের ইছাকাঠি মন্দিরে শুধুমাত্র মহামায়ার মস্তকাংশ রক্ষা পাওয়ায় সেই অংশটুকু সংরক্ষিত রয়েছে । বরিশাল শহরের উত্তরদিকে বরিশাল লাখুটিয়া সড়ক পথের পূর্বদিকে বর্তমানে সংস্কারকৃত এই বিখ্যাত মন্দিরটির অবস্থান ।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।