মল্লিকপুর মসজিদ, নলছিটি

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:০৫, ২২ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("নলছিটি শহরের অদূরে পূর্বপার্শ্বের রাস্তা সংলগ্ন মল্লিক..." দিয়ে পাতা তৈরি)

নলছিটি শহরের অদূরে পূর্বপার্শ্বের রাস্তা সংলগ্ন মল্লিকপুর গ্রামে একটি প্রাচীন মসজিদের অবস্থান পরিদৃষ্ট। উঁচু উঁচু বেদির উপর নির্মিত এই মসজিদটি সপ্তদশ শতকের মাঝামাঝি সময়কালের বলে ধারণা করা হয়। মল্লিকপুরের প্রাচীন এই মসজিদটির নির্মাতা কে বা কারা ছিলো তা জানা না গেলেও, অধিকাংশ গবেষকের মতে, শাহ সুজা বা তার কোনো অমাত্য এই মসজিদের প্রতিষ্ঠাতা। প্রাচীন এই মসজিদটি নিঃসন্দেহে ঝালকাঠি জিলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে চিহ্নিত।

মল্লকিপুর মসজদি, নলছটিি


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।