মমিন মসজিদ, মঠবাড়িয়া

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:১৬, ২২ এপ্রিল ২০১৬ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মঠবাড়িয়ার কাঠ মসজিদ (মমিন মসজিদ).jpg

মৌলবি মমিনউদ্দিন আকন মঠবাড়িয়ার বুড়িরচরে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। দুইশত বছরের পুরানো এই আকন বাড়ি। আকনবাড়ির সম্মুখভাগে সম্পূর্ণ ভিন্ন স্থাপত্যরীতিতে তৈরি করা হয় মমিন মসজিদ। সম্পূর্ণ কাঠের তৈরি মমিন মসজিদের নয়নকাড়া সৌন্দর্য ইন্দোপারসিক আর ইউরোপীয় স্থাপত্য অনুসরণ করে নির্মিত । মমিন মসজিদের চারিপাশের কাঠের দেয়ালে ক্যালিওগ্রাফি এই স্থাপনটিকে ভিন্ন মাত্রা প্রদান করেছে ।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২। ছবি: জাকারিয়া আলম দীপু