মফিজ উদ্দিন আহম্মদ

Barisalpedia থেকে

মফিজ উদ্দিন আহম্মদ ১৮৭২ সনে উজিরপুর থানার বড়াকোটা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে জন্ম গ্রহণ করেন। বঙ্গমিহির পত্রিকার প্রতিষ্ঠাতা ও জেলা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বিএম কলেজ হতে বিএ ও রাজ চন্দ্র কলেজ হতে বিএল পাশ করেন। তিনি জেলা স্কুলের শিক্ষক ছিলেন। তিনি প্রজা আন্দোলনে যোগ দেন। তিনি লোকাল বোর্ডের চেয়ারম্যান ও জেলা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি বঙ্গমিহির পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯২৮ সনে মৃত্যু বরণ করেন।


তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা, ১৯৯০।