"মনোরঞ্জন দাশগুপ্ত"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("স্বাধীনতা সংগ্রামী মনোরঞ্জন দাশগুপ্তের (১৯১০ - ২.৬.১৯৮৭) আ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৪:০৩, ১৮ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

স্বাধীনতা সংগ্রামী মনোরঞ্জন দাশগুপ্তের (১৯১০ - ২.৬.১৯৮৭) আদি নিবাস বরিশাল। ১৯৪০ খ্রিস্টাব্দে বরিশাল থেকে জলপাইগুড়িতে চলে গিয়ে সেখানেই তিনি কৃষক আন্দোলন সংগঠনে প্রয়াসী হন। এই জেলায় তেভাগা এবং আধিয়ার আন্দোলনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টি এবং পরে সি.পি.এম.- এর সদস্য ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।