মনোরঞ্জন দাশগুপ্ত

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৪:০৩, ১৮ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("স্বাধীনতা সংগ্রামী মনোরঞ্জন দাশগুপ্তের (১৯১০ - ২.৬.১৯৮৭) আ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

স্বাধীনতা সংগ্রামী মনোরঞ্জন দাশগুপ্তের (১৯১০ - ২.৬.১৯৮৭) আদি নিবাস বরিশাল। ১৯৪০ খ্রিস্টাব্দে বরিশাল থেকে জলপাইগুড়িতে চলে গিয়ে সেখানেই তিনি কৃষক আন্দোলন সংগঠনে প্রয়াসী হন। এই জেলায় তেভাগা এবং আধিয়ার আন্দোলনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টি এবং পরে সি.পি.এম.- এর সদস্য ছিলেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।