মনীন্দ্রনাথ সমাজদার

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:৪৩, ২০ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("মনীন্দ্রনাথ সমাজদার [১৯২৪- ?] বরিশাল জেলার গৌরনদী উপজেলার..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মনীন্দ্রনাথ সমাজদার [১৯২৪- ?] বরিশাল জেলার গৌরনদী উপজেলার ফুল্লশ্রী গ্রামে ১৯২৪ সালের ২৯শে জানুয়ারী তারিখে জন্ম গ্রহণ করেন। পিতা নিশিকান্ত মজুমদার। মনীন্দ্রনাথ সমাজদার বহু ভাষাবিদ সংস্কৃত পন্ডিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম,এ, ব্যাকরণতীর্থ, কাব্যতীর্থ, স্মৃতিতীর্থ, সাংখ্যতীর্থ, কাব্য বিনোদ, স্মৃতিরতœ, জ্যোতিষশাস্ত্রী, আয়ুর্বেদ শাস্ত্রী তাঁর উপাধি। তিনি বাংলা ছাড়া সংস্কৃত, প্রাকৃত, পালি, ইংরেজী, হিন্দি ভাষা জানেন। কর্ম জীবন অতিবাহিত করেন গৈলা কবীন্দ্র কলেজের (অধ্যাপক হিসেবে ১৯৪১-১৯৪৬)। কামিনী সুন্দরী চতুষ্পাঠীর অধ্যক্ষ (১৯৮৭), ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের গবেষণা সহকারী (১৯৭৬-১৯৮৪) প্রভৃতি স্থানে। বাংলা একাডেমীর ফেলো মনীন্দ্রনাথ সমাজদারের গ্রন্থ: সংস্কৃত-প্রাকৃত অবহট্্ঠ সাহিত্যের ইতিবৃত্ত (১৯৯৩, বাংলা একাডেমী), বাংলা সাহিত্যের ইতিহাস (১ম খন্ড, বাংলা একাডেমী ১৩৯৩, ষষ্ঠ অধ্যায়ের লেখক), প্রাচীন ভারতীয় লিপিমালা (অনুবাদকঃ হিন্দি থেকে বাংলা, বাংলা একাডেমী ঢাকা), তাছাড়া তাঁর সংস্কৃত প্রবেশ (১৯৫৪), সংস্কৃত সাহিত্যম (১৯৫৪), হিন্দু ধর্ম শিক্ষা (১৯৫৪), সংস্কৃত প্রবেশ সহায়িকা (১৯৫৪), সংস্কৃত সাহিত্য সহায়িকা (১৯৯৫), শ্রী সমুত্থানসহ অনেক অপ্রকাশিত পান্ডুলিপি আছে।


তথ্যসূত্র: বাকেরগঞ্জ জেলার ইতিহাস (সাইফ উদ্দিন সম্পাদিত)