মনীন্দ্রনাথ রায়

Barisalpedia থেকে

বিজ্ঞানী এবং ট্রান্সফর্মার নির্মাণের ক্ষেত্রে তাঁকে ভারতে পথিকৃৎ। পিতা: অভয় চরণ রায়। জন্ম: ১৯০৬ সাল। মৃত্যু: ৩১ আগষ্ট ১৯৯২। জেলা: বরিশাল।

মনীন্দ্রনাথ রায় এম. এসসি. পাশ করে ১৯৩০-৩৩ পর্যন্ত তিনি অধ্যাপক পি. এন. ঘোষের কাছে ড্রাইসেল ও ট্রান্সফর্ম সম্বন্ধীয় গবেষণায় নিয়োজিত ছিলেন। পারিবারিক দায়িত্ব পালনের কারণে গবেষণা ছেড়ে তাকে চাকরী নিতে হয়। বঙ্গীয় সরকারের শিল্প বিভাগে কর্মরত থাকাকালে অবিভক্ত বাংলার বহু জায়গায় তিনি ঘুরে ঘুরে তৎকালীন বাংলার কারিগরি জগৎকে প্রত্যক্ষ করেন। ১৯৩৫ সালে যৌথ উদ্যোগে গঠিত ইন্ডিয়ান ইলেকট্রিক ট্রান্সফর্মার কোম্পানীতে শুরু থেকে দীর্ঘ ১২ বছর তিনি কাজ করেন। ট্রান্সফর্মার নির্মাণের ক্ষেত্রে তাঁকে পথিকৃৎ বলা যায়। ১৯৪৭-এ দেশ বিভাগের ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রচন্ড অর্থাভাবে পড়ে অর্থ রোজগারের তাড়নায় ঘটনাচক্রে কলকাতায় প্লাস্টিক ইন্ডাষ্ট্রি গঠনের উদ্যোগের সঙ্গে জড়িত হন এবং ১৯৫০ পর্যন্ত বিভিন্ন প্লাষ্টিক কারখানার গোড়া পত্তনে ও সংগঠনে দক্ষতার পরিচয় দেন। এ সময় তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বিধূভূষণ রায়ের অধীনে এক্সরে ল্যাবরেটরী গঠনের কাজে যুক্ত হন। ১৯৫১ তে তিনি ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগে পার্টটাইম অধ্যাপনার কাজ পান। ১৯৫৪ থেকে তিনি এই বিভাগের অধ্যাপক নিযুক্ত হয়ে ১৯৭১-এ অবসর গ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং থেকে পরবর্তীকালে তার কাজ হয় ‘ডেভলপমেন্ট অব কন্ট্রোল সিসটিম এন্ড ইটস অ্যাপ্লিকেশন টু পাওয়ার সিস্টেম।’ এ বিষয়ে তার বিশেষ অবদান স্মরণীয়। ১৯৭৫-এ তার স্থাপিত নিওটেলিট্রোনিক্স প্রাইভেট লিমিটেড (এনটিপি এন) সংস্থা বৈদ্যুতিক ও বৈদ্যুতিক পরীক্ষণ যন্ত্রাদির ক্ষেত্রে প্রতিষ্ঠিত নাম। সংগীত প্রিয় ব্যক্তি হিসেবে তিনি কিছুদিন প্রসিদ্ধ সেতার বাদক শীতল বন্দ্যোপাধ্যায়ের কাছে এস্রাজ বাজানো শিখেছিলেন। ১৯৯২- এর ৩১ আগস্ট তিনি এ ধরাধাম ত্যাগ করেন।


তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।