মনিরুজ্জামান রাজ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৪৪, ১৮ জুন ২০১৬ পর্যন্ত সংস্করণে ("অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী শহীদ লে. ক. মোয়াজ্জেম হোসেনের কনিষ্ঠ ভ্রাতা। পিতা: মৌলভী মোফাজ্জেল আলী। জন্ম: ১ জুলাই ১৯৩৬ সাল। মৃত্যু: ২৭ ডিসেম্বর ১৯৭৬ সাল। নিবাস: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর।

করাচীর কায়েদে আজম কলেজ হতে স্নাতক ডিগ্রীধারী এদেশর চলচ্চিত্র জগতের বলিষ্ঠ ব্যক্তিত্ব মনিরুজ্জামান রাজ। বরিশাল বি. এম. কলেজ পড়াকালীন জনাব রাজ নাট্য জগতের সাথে জড়িত হন। তার নাট্য গুরু জনাব আনোয়ারুল হক কাঞ্চন। তার জীবনের প্রথম নাট্যমঞ্চে অভিনয় বরিশাল টাউন হলে, এস.এম. আলম (নয়া) পরিচালিত “বাবার মেয়ে” নাটকে। সেই থেকে তিনি বিভিন্ন নাটকের বিভিন্ন স্থানে অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে আকৃষ্ট হয়ে চিত্র পরিচালক ইবনে মিজান তাকে প্রথম চিত্রজগতে আহ্বান জানান। জনাব মিজানের আহ্বানে সাড়া দিয়ে তারই পরিচালিত “একালের রূপকথা” ছবিতে প্রথম অভিনয়ের মাধ্যমে শুরু হলো তার চলচ্চিত্র জগতের বিচিত্র জীবন। তিনি প্রায় দুইশত ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া তার প্রযোজিত দুইটি ছবি রয়েছে “চৌধুরী বাড়ী” এবং “শেষ দেখা”। ছবি দুটি পরিচালনা করেছেন মুহাম্মদ হাননান।

তিনি একজন ক্বারী, মদীনার জনৈক ক্বারী সাহেবের কাছেই তিনি ক্বারিয়ানা পড়া শিখেছেন। তিনি খুব শুদ্ধভাবেই কুরআন পড়তে পারতেন। জনাব রাজ ওরফে ফুলমিয়া শহীদ লে. ক. মোয়াজ্জেম হোসেনের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন।



তথ্যসূত্র: রুসেলি রহমান চৌধুরী। বরিশালের প্রয়াত গুণীজন। ইউনিভার্সিটি বুক পাবলিশার্স, ঢাকা। ২০০৬।