মনপুরা উপজেলা

Barisalpedia থেকে

বর্তমানে মনপুরা ভোলা জেলার একটি উপজেলা। এর আয়তন ৩৭৩.১৯ বর্গ কিমি। মনপুরা থানা গঠিত হয় ২৫ ডিসেম্বর ১৯৭০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ৭ নভেম্বর ১৯৮৩ সালে।

সুন্দরবন কমিশনার ফ্রেডারিক ইডেন পারজিটার তার সুন্দরবনের রাজস্ব ইতিহাসে লিখেছেন যে, জমিদাররা সুন্দরবনের অনেক ভূমি দখলে নিয়ে যায় এবং তারা খাজনা ফাঁকি দেয়। এ জন্য সুন্দরবন জমিদারদের দখল হতে বাজেয়াপ্ত করা হয়। ১৮৭৫ খৃৃস্টাব্দে পর্যন্ত বাজেয়াপ্ত চরগুলোর সংখ্যা ছিল ১৩৩টি। চরগুলোর মধ্যে মনপুরা বিশেষ উল্লেখযোগ্য। ১৭৮১ খৃৃস্টাব্দে মনপুরা দক্ষিণ শাহবাজপুর জমিদারের সম্পত্তি ছিল। জনৈক মনগাজী দক্ষিণ শাহবাজপুর জমিদারের নিকট হতে মনপুরা ইজারা নেন। মনগাজীর নামানুসারে দ্বীপের নাম হয় মনপুরা। ১৭৮১ খৃৃস্টাব্দে মনপুরায় মাত্র ২৫০ বিঘা জমি চাষ হতো। ১৮৩৪ খৃৃস্টাব্দে সুন্দরবন কমিশনার ডামপায়ার মনপুরা বাজেয়াপ্ত করেন।

পূর্বে এটি তজুমদ্দিন থানাধীন একটি দ্বীপ ছিল। এখানে পর্তুগীজদের কলোনি ছিল। ১৭ শতকে পর্তুগীজদের বসতি ছিল। পর্তুগালের কুকুরের জন্য মনপুরা খ্যাত। লবণ চাষের জন্যও মনপুরা খ্যাত ছিল। ১৮২২ ও ১৮৭৬ খৃৃস্টাব্দে ঘূর্ণিঝড়ে দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। মূল ভূখÐ থেকে ২০ মাইল দক্ষিণে এটি অবস্থিত।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০। ২। বাংলাপিডিয়া।