মতিউর রহমান, যোগাযোগমন্ত্রী

Barisalpedia থেকে

জাতীয় পার্টির সাবেক মন্ত্রী, সচিব, রাষ্ট্রদূত এবং বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য।

তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মোকছেদ আলী। ১৯৩৮ সালে তিনি মেট্রিক পাশ করেন। এরপর তিনি বিএম কলেজ থেকে ১৯৪০ সালে এইচ এস সি ও ১৯৪২ সালে ডিগ্রী পাশ করেন এবং ১৯৪৬ সালে লোকপ্রশাসন বিষয়ে এম.এ পাশ করেন। ১৯৪৯ সালে তিনি পাকিস্তান একাউন্ট সার্ভিসে যোগদান করেন। এরপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন। ১৯৭২ সালে তিনি সরকারের শিল্প সচিব নিযুক্ত হন। অবসরে যাওয়ার পর তিনি কোরিয়া ও জাপানের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৮৬ সালে জাতীয় নির্বাচনে বরিশাল সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় পার্টি সরকারের যোগাযোগমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে নির্বাচনে তিনি পুনরায় বরিশাল সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার ভোর রাত সাড়ে ছয়টায় ৯৫ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার নিজবাড়ি কাউখালীর জয়কুল গ্রামে জানাজা শেষে মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয়। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।