মণ্ডলী

Barisalpedia থেকে

১৯১৯ সালে ‘বাখরগঞ্জ-ফরিদপুর ব্যাপ্টিষ্ট সম্মিলনীর’ মাসিক পত্র হিসেবে প্রকাশিত হয় মণ্ডলী। মূলত খ্রিষ্টধর্মের প্রচার ও প্রসার সেই সঙ্গে কিছু সংবাদ ও নিবন্ধ এই পত্রিকাটিতে ছাপা হতো। বরিশালে খ্রিষ্টিয় মিশনারিদের পরিচালিত পত্রিকাসমুহের মধ্যে এটিই ছিল সর্বাপেক্ষা দীর্ঘায়ু। ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ১৬ বছর পত্রিকাটি চালু ছিল। ডিমাই ৮/১ সাইজে সাদা কাগজে দু’কলামে ছাপা এই পত্রিকাটির সূচিপত্র ছাপা হতো প্রচ্ছদে। কদাচিৎ দু’একটি সংখ্যায় দু’একটি বিজ্ঞাপন ছাপা হতো। এর সম্পাদক ও প্রকাশক ছিলেন রেভারেন্ড ইন্দুনাথ সরকার। পত্রিকাটির রেজিষ্ট্রেশন নম্বর ছিল C-1246। বরিশাল আদর্শ প্রেসে শ্রীসুকুমার চট্টোপাধ্যায় কর্তৃক মুদ্রিত হতো। বার্ষিক চাঁদার হার ছিল ডাকমাশুল সহ এক টাকা। মণ্ডলী প্রতিমাসের প্রথম বুধবার বের হতো।

ইন্দুনাথ সরকারের পর এর সম্পাদক ও প্রকাশক হস এইচ. এম. অ্যাঙ্গাস। তখন পত্রিকার রেজিষ্ট্রেশন নম্বর পরিবর্তিত হয়ে হয় C-246। এ সময় পত্রিকাটি আদর্শ যন্ত্রে শ্রীনিবারণচন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক মুদ্রিত হতো।



তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।