মজিবর রহমান বীরবিক্রম

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:০৯, ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("মজিবর রহমান বীরবিক্রম বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠি..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

মজিবর রহমান বীরবিক্রম বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সিরাজউদ্দীন হাওলাদার, মা হাসনা বানু। অবিবাহিত মজিবর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে তিনি দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তৃতীয় বেঙ্গলে যুদ্ধ করেন। মেজর সফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স গঠিত হলে একাদশ বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত হন। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের পাশে চান্দুরায় ইস্ট বেঙ্গল রেজিম্টে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পৌঁছে। এ সময় তাদের সাথে যোগ দেন মেজর কে এম শফিউল্লাহ। হঠাৎ সেখানে একদল পাকিস্তানি সেনা উপস্থিত হয়। মেজর শফিউল্লাহ তাঁদের আত্মসমর্পণ করার নির্দেশ দেন। তারা আত্মসমর্পণের জন্য হাত উঁচু করে আর তারপর হঠাৎ তারা মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালায়। মজিবর রহমানের পাল্টা আক্রমণে মেজর শফিউল্লাহসহ অনেকে বেঁচে যান। কিন্তু মজিবরসহ ২৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মজিবরসহ শহীদ মুক্তিযোদ্ধাদের চান্দুরা সেতুর পাশে সমাহিত করা হয়। তাঁর এই বীরোচিত আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীরবিক্রম’ খেতাব প্রদান করা হয়। সনদ নম্বর-৮১।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫