মগের আন্ধি

Barisalpedia থেকে

সপ্তদশ শতকে মগরা বাকলার বিভিন্ন স্থনে লুটতরাজের উদ্দেশ্যে বসতিও গেড়েছিল। বাটাজোর গ্রামে বসতি গড়ে তারা একটি দীঘি পর্যন্ত খনন করেছিল। এই দীঘি এখনো মগের আন্ধি নামে পরিচিত।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খণ্ড)