ভোলা সরকারি কলেজ

Barisalpedia থেকে

বর্তমান ভোলা জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজের প্রতিষ্ঠা ১৯৬২ সালে।

ভোলা সরকারি কলেজ.jpg

প্রতিষ্ঠার ইতিহাস

তৎকালীন ভোলা মহকুমার নেতৃবৃন্দ ও বাকেরগঞ্জ জেলা প্রশাসক এ কে দত্ত চৌধুরী ১৯৫৭ সালে ভোলা কলেজ প্রতিষ্ঠার জন্য স্থানীয় টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ে (বাংলা স্কুল) একটি সভার আয়োজন করেন। সভায় ভোলা মহকুমা শহরে কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৫৮ সালে সামরিক আইন জারির করণে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ থেমে যায়। ১৯৬২ সালে এম এ আজিজ ভোলা মহকুমার এসডিও হয়ে আসেন। তিনিই পুনরায় ভোলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তিনি ভোলার স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন আলতাজের রহমান তালুকদার, সোলায়মান মোল্লা, তোফাজ্জেল হোসেন মোল্লা, হাজী খোরশেদ আলম, ইলিয়াস মাস্টার, হাবিবুর রহমান তালুকদার প্রমুখ। কলেজ প্রতিষ্ঠার জন্য ১৬ একর জমি ক্রয় করা হয়। ১৯৬২-৬৩ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি শুরু হয়। কলেজের নিজস্ব ভবন না থাকায় ১৯৬২ সালের ১৫ সেপ্টেম্বর ভোলার আবদুর রব মাধ্যমিক বিদ্যালয়ে কলেজের ক্লাস শুরু হয়। কলেজের প্রথম অধ্যক্ষ চরফ্যাশন হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল হক। ১৯৬৬ সালে ডিগ্রি কোর্স চালু হয়। ১৯৬৭ সালে বিএম কলেজের অধ্যাপক জাকির হোসেন অধ্যক্ষ নিযুক্ত হন। কলেজ উন্নয়নে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন, শাহজাহান এমপি, সিদ্দিকুর রহমান, নাজিউর রহমান বিশেষ অবদান রেখেছেন। ১৯৭৯ সালে ৭ মে ভোলা কলেজ সরকারি করা হয়।

কলেজের অগ্রগতি

  • স্নাতক (সম্মান) কোর্স পড়ানো হয় ১৬ টি বিভাগে।
  • স্নাতকোত্তর রয়েছে ১২ টি বিভাগে।
  • ছাত্র-ছাত্রী ৭০০০ বা তদূর্ধ।
  • শিক্ষক ৮৯।
  • ছাত্রাবাস ২টি।
  • একাডেমিক ভবন ৪টি।

অধ্যক্ষগণের নাম ও কার্যকাল (বেসরকারি আমল)

১. মোঃ আবদুল হক (১৫-০৯-১৯৬২ থেকে ৩০-০৩-১৯৬৩); ২. হাফেজ আহমেদ (০১-০৭-১৯৬৩ থেকে ১৬-০৫-১৯৬৭); ৩. জাকির হোসেন (ডেপুটেশন) (১৭-০৫-১৯৬৭ থেকে ০৮-১২-১৯৭১); ৪. এ কে এম সাঈদোর রহমান (ভারপ্রাপ্ত) (০৯-১২-১৯৭১ থেকে ১১-১১-১৯৭২); ৫. আমিনুল ইসলাম মজুমদার (ডেপুটেশন) (২২-১১-১৯৭২ থেকে ০৬-০৫-১৯৭৪); ৬. এ কে এম শহীদ উল্লাহ (ভারপ্রাপ্ত)(০৭-০৫-১৯৭৪ থেকে ২৩-০২-১৯৭৫); ৭. সৈয়দ আহম্মদ আলী (২৪-০২-১৯৭৫ থেকে ৩১-০১-১৯৭৬); ৮. এ কে এম সাঈদোর রহমান (ভারপ্রাপ্ত) (০১-০২-১৯৭৬ থেকে ০৮-১০-১৯৭৬); ৯. এ এইচ এম আমীর হোসেন (০৯-১০-১৯৭৬ থেকে ০৭-১২-১৯৭৮); ১০. এ কে মোহাম্মদ হোসেন চৌধুরী (ভারপ্রাপ্ত) (০৮-১২-১৯৭৮ থেকে ০৬-০৫-১৯৭৯)।


অধ্যক্ষগণের নাম ও কার্যকাল (সরকারি আমল)

১. এ কে মোহাম্মদ হোসেন চৌধুরী (ভারপ্রাপ্ত) (০৭-০৫-১৯৭৯ থেকে ২৬-১২-১৯৭৯); ২. সামসুদ্দিন আহমেদ (২৭-১২-১৯৭৯ থেকে ১৭-০৪-১৯৮২); ৩.এ কে মোহাম্মদ হোসেন চৌধুরী (ভারপ্রাপ্ত) (১৮-০৪-১৯৮২ থেকে ১৪-০৩-১৯৮৩); ৪. নূরুল ইসলাম চৌধুরী (ভারপ্রাপ্ত) (১৫-০৩-১৯৮৩ থেকে ১৭-০৪-১৯৮৪); ৫. মো আজিজুর রহমান (১৮-০৪-১৯৮৪ থেকে ২৮-০৫-১৯৮৪); ৬. আ ন ম ইমামুদ্দীন (ভারপ্রাপ্ত)(২৯-০৫-১৯৮৪ থেকে ২৭-১২-১৯৮৬); ৭. মোঃ নাসির উদ্দীন খান (ভারপ্রাপ্ত) (২৮-১২-১৯৮৬ থেকে ১৩-০১-১৯৮৭); ৮. প্রফেসর মুহাম্মদ মকবুল উদ্দিন আহমেদ (১৪-০১-১৯৮৭ থেকে ০৫-০৬-১৯৮৯); ৯. প্রফেসর এ এফ এম নূরুল ইসলাম (০৬-০৬-১৯৮৯ থেকে ০৩-০১-১৯৯৩); ১০. সামসুল আলম (ভারপ্রাপ্ত) (০৪-০১-১৯৯৩ থেকে ২৪-০৫-১৯৯৩); ১১. ড. গিয়াস উদ্দিন আহমেদ (২৫-০৫-১৯৯৩ থেকে ০৪-০৬-১৯৯৪); ১২. সুধীর কুমার দত্ত (ভারপ্রাপ্ত) (০৫-০৬-১৯৯৪ থেকে ১২-০৬-১৯৯৪); ১৩. প্রফেসর মোঃ সামসুল আলম (১৩-০৬-১৯৯৪ থেকে ১১-০৯-১৯৯৬); ১৪. জেবুন্নেসা (ভারপ্রাপ্ত) (১২-০৯-১৯৯৬ থেকে ১৪-১০-১৯৯৬); ১৫. প্রফেসর যতীন্দ্র চন্দ্র দেবনাথ (১৫-১০-১৯৯৬ থেকে ০৪-০৮-১৯৯৭); ১৬. জেবুন্নেসা (ভারপ্রাপ্ত) (০৫-০৮-১৯৯৭ থেকে ২০-০৩-১৯৯৮); ১৭. প্রফেসর এ বি এম জনাব আলী (২১-০৩-১৯৯৮ থেকে ০৬-০৭-১৯৯৮); ১৮. জেবুন্নেসা (ভারপ্রাপ্ত) (০৭-০৭-১৯৯৮ থেকে ২০-১২-১৯৯৮); ১৯. এন এন তাজল ইসলাম (২১-১২-১৯৯৮ থেকে ২১-০৪-২০০১); ২০. প্রফেসর মুহাম্মদ নূরুল হক (২২-০৪-২০০১ থেকে ১২-০১-২০০২); ২১. দুলাল চন্দ্র ঘোষ (ভারপ্রাপ্ত) (১৩-০১-২০০২ থেকে ২১-০১-২০০২); ২২. প্রফেসর এন এন তাজুল ইসলাম (২২-০১-২০০২ থেকে ২৪-০৭-২০০৪); ২৩. মুঃ রুহুল আলীম জাহাঙ্গীর (ভারপ্রাপ্ত)(২৫-০৭-২০০৪ থেকে ০৯-১১-২০০৪); ২৪. মোঃ নাছির আহমদ (ভারপ্রাপ্ত) (১০-১১-২০০৪ থেকে ২২-১১-২০০৪); ২৫. প্রফেসর মোঃ কবীর উদ্দিন (২৩-১১-২০০৪ থেকে ১২-০৪-২০০৫); ২৬. মোঃ নাছির আহমদ (ভারপ্রাপ্ত) (১৩-০৪-২০০৫ থেকে ২২-০৫-২০০৬); ২৭. প্রফেসর মোঃ ইকবাল হোসেন (২৩-০৫-২০০৬ থেকে ২৬-০৭-২০০৬); ২৮. প্রফেসর মোঃ নাছির আহমদ (২৭-০৭-২০০৬ থেকে ১৬-১১-২০০৮); ২৯. মুঃ আমীর আলী (ভারপ্রাপ্ত) (১৭-১১-২০০৮ থেকে ৩০-১২-২০০৮); ৩০. প্রফেসর মোঃ নাছির আহমদ (৩১-১২-২০০৮ থেকে ৩০-০৭-২০১১); ৩১. মোঃ মহসিন গোলদার (ভারপ্রাপ্ত) (৩১-০৭-২০১১ থেকে ২৪-০৮-২০১১); ৩২.প্রফেসর পারভীন আখতার (২৫-০৮-২০১১ - ?)


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫