"ভোলা মুক্ত দিবস"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("ভোলা দ্বীপ মুক্ত হয় ১৯৭১ সারের ১০ ডিসেম্বর। বরিশাল মুক্..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

২১:৫৯, ২২ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

ভোলা দ্বীপ মুক্ত হয় ১৯৭১ সারের ১০ ডিসেম্বর। বরিশাল মুক্ত হয় ৮ ডিসেম্বর। ভোলায় অবস্থনরত পাকবাহিনী ভীত হয়ে ১০ ডিসেম্বর প্রত্যূষে শান্তি কমিটির নেতা ও রাজাকারদের নিয়ে কার্গো লঞ্চে পালিয়ে যায়। পালাবার পথে ভেদুরিয়া ও চর শামাইয়া এলাকায় মুক্তিযোদ্ধারা তাদের আাক্রমণ করেন। তারা গোলাবর্ষণ করতে করতে ঢাকায় যাবার চেষ্টা করে। শান্তি কমিটি ও রাজাকারদের বিভিন্ন চরে নামিয়ে দেয়। চাঁদপুরের নিকট মিত্র বাহিনীর বিমান হামলায় লঞ্চটি ডুবে যায়। পাকবাহিনী পলায়নের পর হাজার হাজার মানুষ ১০ ডিসেম্বর ভোরে ভোলা শহরে প্রবেশ করে এবং বিজয় উৎসব করে। তাদের জয় বাংলা স্লোগানে ভোলার আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।