ভোলা থানার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

ভোলা থানার শহীদ মুক্তিযোদ্ধাগণ- ১. এম এ সাদেক, এমএ, বিএড, ইলিশা, শিক্ষক ল্যাবরেটরি স্কুল, ঢাকা; ২৫ মার্চ ঢাকায় নিহত। ২. শাহে আলম, চরকুমদিয়া; গুইংগারহাট যুদ্ধে শহীদ। ৩. রফিকুল ইসলাম, আলগী, ২৪ অক্টোবর হাতবোমাসহ ধরা পড়ে ভোলায় শহীদ। ৪. শহীদ ডা. আমিনউদ্দীন, নবীপুর। ৫. দেওয়ান হোসেন, চরকুমারিয়া; মংলাপোর্ট সম্মুখ যুদ্ধে শহীদ। ৬. ইপিআর হাবিলদার আবদুল ওয়াদুদ, রতনপুর; রংপুরে শহীদ। ৭. ইপিআর আলী হোসেন বাপ্পা, যশোরে নিহত। ৮. ইপিআর আজাহারউদ্দীন, চরভেদুরিয়া। ৯. ইপিআর নায়েক আবদুল আউয়াল, কুমিল্লা সেনানিবাসে শহীদ। ১০. সিরাজ, উত্তর দিঘলদী; টনিরহাট যুদ্ধে শহীদ। ১১. মতিউর রহমান, ভবানীপুর; চট্টগ্রাম সেনানিবাসে শহীদ। ১২. নগেন্দ্রনাথ সেন, আলীনগর। ১৩. মওলানা আবদুছ সোবহান হায়দরী, রতনপুর। ১৪. মজিদ, চরভেদুরিয়া। ১৫. নুরুল ইসলাম, ভোলা। ১৬. মাহবুব হাসান খান, কালিবাড়ী। ১৭. দুলালকান্তি দাস, ভোলা। ১৮. ননীগোপাল দাস, আলীনগর। ১৯. হারিনারায়ণ সেন, বরাইপুর। ২০. মুহাম্মদ হোসেন, চরভেদুরিয়া। ২১. জালালউদ্দীন, ভবানীপুর। ২২. নগেন্দ্রনাথ সেন, আলীনগর। ২৩. হরিপদ দাস, আলীনগর। ২৪. সহদেবচন্দ্র হালদার, আলীনগর। ২৫. যোগিন্দ্র বৈদ্য, আলীনগর। ২৬. নুরুল ইসলাম, আলীনগর। ২৭. কিশোরী মোহন দে, বাপ্তা। ২৮. সুবোধ কুমার সাহা, ভোলা শহর। ২৯. খলিলুর রহমান, গজারিয়া। ৩০. আশুতোষ পাল, ভোলা শহর। ৩১. আবদুল খালেক, দিয়ারাচর, সামাইয়া। ৩২. জামালউদ্দীন, ভবানীপুর। ৩৩. ইপিআর আলী হোসেন, যশোরে নিহত। ৩৪. মতিলাল সাহা, ভোলা শহর। ৩৫. সজনী বালা সাহা, ভোলা শহর। ৩৬. আবদুর রাজ্জাক, খরকী। [অসম্পূর্ণ তালিকা]


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।