"ভোলা জেলার বিখ্যাত ব্যক্তিগণ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
(" == দৌলতখান উপজেলা == '''চর খলিফা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৯:৫১, ২৯ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ


দৌলতখান উপজেলা

চর খলিফা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. শহীদ হাবিলদার রফিকুল ইসলাম, বীরবিক্রম (?? - ডিসেম্বর ১৯৭১), শহীদ মুক্তিযোদ্ধা; বীরবিক্রম খেতাবপ্রাপ্ত; গ্রাম: চরখলিফা। ২. শাহে আলম, বীরউত্তম (?? - ৪ ডিসেম্বর ১৯৭১), শহীদ মুক্তিযোদ্ধা; বীরউত্তম খেতাবপ্রাপ্ত; গ্রাম: দিদারউল্লাহ।

হাজীপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. কালাচাদ রায় (অষ্টাদশ শতক), দৌলত খানের রায় বংশের জদিারির প্রতিষ্ঠাতা; প্রকৃত নাম কালিকা প্রসাদ রায়। কালারাজা নামে পরিচিত; গ্রাম: হাজীপুর। ২. মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ (১৬ ডিসেম্বর ১৯৪৭ - ১৮ এপ্রিল ১৯৭১), বীরত্বের সর্বেচ্চ খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ মর্যাদায় ভূষিত মুক্তিযোদ্ধা; গ্রাম: হাজীপুর।

মদনপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. আজিজুদ্দীন আহমদ (২১ ফেব্রুয়ারী ১৮৯৭ - ১০ জুলাই ১৯৬৮) আইনজ্ঞ, রাজনীতিবিদ ও পাকিস্তান আমলের মন্ত্রী; গ্রাম: মদনপুর। ৭। উত্তর জয়নগর ইউনিয়ন: ১. ড. আবুল হাসান শামসুদ্দিন (১৯৩৫ সালের ১১ই ফেব্রুয়ারী), অধ্যাপক ও লেখক; কোলকাতা বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি; গ্রাম: জয়নগর।


বোরহানউদ্দিন উপজেলা

পাক্ষিয়া ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. সৈয়দ আজিজুর রহমান (নওয়াব মিয়া) (১৯০১ - ১৯৫৬), একটানা তিন দশক বরিশাল জেলা বোর্ড এবং লোকাল বোর্ডের সদস্য; যুক্ত বাংলার আইনসভার সদস্য; এবং প্রাদেশিক চিফ হুইপ; গ্রাম: বাটামারা। ২. সৈয়দ মাহবুবুর রহমান (৭ জুন ১৯১০ - ১৯৯৭), বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সচিব; গ্রাম: বাটামারা।


ভোলা সদর উপজেলা

যাঁদের আদি নিবাস ভোলায় কিন্তু ভোলার ঠিক কোন স্থানে তা জানা যায়নি এমন ব্যক্তিদের তালিকা ১. শৈবালকুমার গুপ্ত (৫.২.১৯০২ - ২২.৬.১৯৮৯) বিশিষ্ট সিভিলিয়ান ও স্বদেশপ্রেমী। ২. মনোজ কাহালী (১৯০৫ - ২২ ফেব্রুয়ারি ১৯৭১), বিপ্লবী যুগান্তর দলের সশস্ত্র কর্মী। ৩. নলিনী দাস (১ জানুয়ারি ১৯১০ - ১৯ জুন ১৯৮২), স্বাধীনতা সংগ্রামী। ‘স্বাধীনতা সংগ্রামে দ্বীপান্তরের বন্দী’ শীর্ষক গ্রন্থের লেখক। ৪. বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায় (২৩.৫.১৯১৭ - ১৩.১২.১৯৮৭), সাহিত্যিক ও গ্রন্থাগারিক।

বাপ্তা ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. মোহাম্মদ মোজাম্মেল হক (৬ সেপ্টেম্বর ১৮৮৩ - ১ আগষ্ট ১৯৭৬), কবি; বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদের চিফ হুইপ; গ্রাম: বাপ্তা।

চর শিবপুর ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. ফজলুল করিম (১৮ জুলাই ১৯০০-  ??), লেখক ও জজ; গ্রাম: শিবপুর।

দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিখ্যাত ব্যক্তিগণ: ১. নাজিউর রহমান মঞ্জু (১৯ মার্চ ১৯৪৯ - ৬ এপ্রিল ২০০৮) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সংসদ সদস্য; গ্রাম: বালিয়া।


লালমোহন উপজেলার বিখ্যাত ব্যক্তিগণ

১. মোতাহার উদ্দিন আহমেদ (১ জানুয়ারি ১৯৩২ - ১০ জানুয়ারি ১৯৭৪), রাজনীতিবিদ; ১৯৭০ সালে এমপিএ; ১৯৭৩ সালে এমপি; গ্রাম: গজারিয়া, পশ্চিম চরউমেদ।


তথ্যসূত্র: ১। সংসদ বাঙালি চরিতাভিধান। ২। রুসেলি রহমান চৌধুরী, বরিশালের প্রয়াত গুণীজন। ৩। সিরাজ উদ্দীন আহমেদ, বরিশাল বিভাগের ইতিহাস।