"ভোলা কল্যাণ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৯৩৯ সালের এপ্রিল মাসে (বৈশাখ ১৩৪৬) শ্রী তারকেশ্বর চট্টোপ..." দিয়ে পাতা তৈরি)
(কোন পার্থক্য নেই)

০৯:৪১, ১৯ অক্টোবর ২০২০ তারিখের সংস্করণ

১৯৩৯ সালের এপ্রিল মাসে (বৈশাখ ১৩৪৬) শ্রী তারকেশ্বর চট্টোপাধ্যায় -এর স¤পাদনায় প্রকাশিত হয় মাসিক ‘ভালো কল্যাণ’। পত্রিকাটি ডিমাই ১/৪ অংশ সাইজে সাদা কাগজে ১৬ পাতায় প্রকাশিত হতো। প্রতি সংখ্যার মূল্য ছিল এক আনা। বাৎসরিক বার আনা এবং সডাক এক টাকা। দুই কলামে ঝকঝকে ছাপা এই পত্রিকাটির কভারেও বিজ্ঞাপন ছাপা হতো। ভোলার নির্মল প্রিন্টিং ওয়ার্কস থেকে পত্রিকাটি স¤পাদক কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হতো। প্রতিটি সংখ্যায়ই বেশ কিছু বিজ্ঞাপন থাকত। রঙিন কাগজে পত্রিকার কভার ছাপা হতো। লেখক তালিকায় শ্রী তারকেশ্বর চট্টোপাধ্যায়, মাধুরীময়ী দেবী, শ্রীযুক্তা সরযূবালা সেনগুপ্তা, শ্রী যামিনীকান্ত সাহিত্যভ‚ষণ, শ্রী কেদারনাথ সমদ্দার, শ্রী যতীন্দ্রনাথ বসু মজুমদার, শ্রী শঙ্কর লাল সেনগুপ্ত, শ্রী সতীন্দ্রনাথ সেন প্রমুখ ছিলেন। সাহিত্য সাধনার পাশাপাশি হিন্দু-মুসলমান ঐক্যের উপর পত্রিকাটি খুব গুরুত্ব আরোপ করেছিল। সাহিত্য বিষয় ছাড়াও বিবিধ প্রসঙ্গ, পুস্তক-পরিচয়, স্থানীয় সংবাদ ইত্যাদি পত্রিকাটিতে ছাপা হতো।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি, ২০০১।